সৌদিতে রোনাল্ডোর আগমণ মনে করিয়ে দিল আমেরিকায় পেলের আগমণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সাড়া জাগিয়ে সৌদি আরবের হেভিওয়েট ক্লাব আল নাসেরে সই করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এর জেরে অনেকে মনে করছেন, ফুটবল কেরিয়ারের সন্ন্যাস কাটাতে এশিয়া ফুটবলে পদার্পণ করেছেন ৩৭ বছরের মহাতারকা।
যদিও এমনটা মানতে রাজি নন আল নাসেরের হেড কোচ রুডি গার্সিয়া। বরং তিনি মনে করেন, রোনাল্ডোর আগমণে সৌদি আরবের ফুটবল সংস্কৃতি ও উন্নয়ন অনেকটা বাড়বে। এবং রোনাল্ডোর সৌদিতে আগমণের সাথে রুডি তুলনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পেলের আগমণের সাথে।
১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক কসমসে সই করেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। সেই কসমসের হয়ে ১৯৭৭ সালে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন পেলে।
এই নিয়ে রুডি গার্সিয়া বলেছেন, "ওনার আগমণ অনেকটা পেলের মার্কিন যুক্তরাষ্ট্রের আগমণের মত। বিশেষ করে সৌদি আরবের ফুটবল ও ক্রীড়া সংস্কৃতির উন্নয়নের জন্য।"
এরপর রুডি গার্সিয়া আরও বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন খেলোয়াড়ের থেকে অনেক বড়। উনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের উন্নয়নের জন্য, এটি খুবই জরুরি।"
এছাড়া রুডি গার্সিয়া জানিয়েছেন, রোনাল্ডোর আগমণে কতটা গুরুত্ব বেড়েছে আল নাসেরের। এই নিয়ে ফরাসি এই প্রশিক্ষক বলেছেন, "ওনার আগমণ অসাধারণ কাজ করেছে এই ক্লাবের। এখন বিশ্বের অনেকে আমাদের ক্লাব সম্বন্ধে জানবে। আমরা কয়েক ঘন্টায় আট লক্ষ থেকে এক কোটি ফলোয়ার্সে গিয়েছি, কেবল ক্রিশ্চিয়ানোর আগমণের জন্য।"