মেসিকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি রোনাল্ডোর! সৌদি থেকে তাড়ানোর দাবি সমর্থকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যে দিন থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা প্রায়শই 'মেসি-মেসি' বন্দনায় খোঁচা দিতে থাকে পর্তুগিজ মহাতারকাকে। মঙ্গলবার আল হিলালের সমর্থকরাও এর অন্যথা করেনি। কিন্তু এর জবাবে বেশ বিতর্কিত কাজ করেছেন রোনাল্ডো।
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল হিলালের বিরুদ্ধে ০-২ ফলে হারে আল নাসের। আর এই হারের পর যখন ড্রেসিংরুমের দিকে যান রোনাল্ডো, আল হিলালের সমর্থকরা 'মেসি-মেসি' বন্দনায় খোঁচা দিতে থাকে।
এর জবাবে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৩৮ বছরের এই সুপারস্টার নিজের নিম্নাঙ্গে হাত ঢুকিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করেন। আর এই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে বিশ্ব ফুটবলে।
এমন অঙ্গভঙ্গির কারণে রোনাল্ডোকে সৌদি আরব ছাড়ার দাবি তোলে সে দেশের মানুষ। যদিও আল নাসের ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়, কুঁচকিতে চোট পাওয়ার কারণে সেই সময় এমনটা করেছেন রোনাল্ডো। এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি কিছুই করেননি।
তবে মেসি বন্দনা ওঠার পরেই কেন নিম্নাঙ্গ নিয়ে এমন অঙ্গভঙ্গি করলেন রোনাল্ডো, এই নিয়ে প্রশ্ন উঠছেই।