লা লিগায় অস্বস্তিতে বার্সিলোনা, ডাগআউটে থাকবেন না কোচ রোনাল্ড কোয়েম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি বার্সিলোনার কঠিন সময় চলছেই। বৃহস্পতিবার লা লিগায় কাদিজের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বার্সা। এই পরিস্থিতিতে আগামী রবিবার লেভান্তে এবং ২ অক্টোবর গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে নামবে ডিপেরা।
এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ল কাতালোনিয়ার দল। দুই ম্যাচের জন্য ডাগআউটে থাকবেন না কোচ রোনাল্ড কোয়েম্যান। কাদিজের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। আর এর জেরে লেভান্তে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সার সাথে থাকবেন না কোয়েম্যান।
এই অবস্থায় কোয়েম্যানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠল। প্রেসিডিয়াম জোয়ান লাপোর্তা ভরসার আশ্বাস দিলেও বার্সা ম্যানেজমেন্ট কোয়েম্যানের উপর অসন্তুষ্ট। আর এই অসন্তোষের উপর ঘি এসে পড়ল এই সাসপেনশন।