কোয়ার্টারে ইতালির বিরুদ্ধে ম্যাচে ডি ব্রুইন-হ্যাজার্ডের খেলা নিয়ে আপডেট রবার্তো মার্টিনেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ইতালির বিরুদ্ধে নামবে বেলজিয়াম। কিন্তু সেই ম্যাচে নামার আগে দুটি বড় ধাক্কা খেয়ে বসে আছে রেড ডেভিলসরা। দলের দুই সুপারস্টার ফুটবলার কেভিন ডি ব্রুইন ও ইডেন হ্যাজার্ড চোটে আক্রান্ত। আর এবার কোচ রবার্তো মার্টিনেজও আশঙ্কা প্রকাশ করলেন।
বেলজিয়াম দলের হেড কোচ জানিয়েছেন, ইতালির বিরুদ্ধে শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে দলে থাকলেও আদৌ খেলতে পারবেন কিনা এই দুই তারকা, সেটি বেশ অনিশ্চিত। শেষ ষোলোয় পর্তুগালের বিরুদ্ধে চোট পেয়েছিলেন এই দুই তারকা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবার্তো মার্টিনেজ বলেছেন, "প্রাথমিক যে তথ্য আমরা মেডিকাল স্টাফের তরফ থেকে পেয়েছি তা দুজনের জন্য ইতিবাচক। ওরা দলে থাকবে যেহেতু বড়সড় কোনও আঘাত আসেনি। কিন্তু আমরা সময়ের সাথে লড়ছি এবং খুবই মুশকিল হতে চলেছে ওদের পুরোপুরি ফিট করা।"
"তাই আমাদের একের পর এক দিন ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে ফিট করার জন্য। আমরা সকলে চিন্তিত ছিলাম এই খবর পাওয়ার আগে অবধি আর এটি সত্যিই নিশ্চিন্তকর যে আমরা সকলে মিলে পরিশ্রম করে ওদের আবার ফিট করে তুলতে পারি।"
বেলজিয়ামের এই দুর্দান্ত ইউরো যাত্রায় এই দুই ফুটবলারই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিন ম্যাচে নেমে কেভিন ডি ব্রুইন একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। এদিকে বেলজিয়ামের হয়ে চার ম্যাচেই নেমেছিলেন এবং অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন ইডেন হ্যাজার্ড।
তবে দুজনের কাউকে না পেলে সেক্ষেত্রে বাঁদিকের উইংয়ে হ্যাজার্ডের ভাই থর্গান হ্যাজার্ড কিংবা ইয়ানিক ক্যারাসকোকে আনা হবে। এদিকে ডি ব্রুইনের পরিবর্তে লিয়ান্ডার ডেনডোঙ্কারকে আনা যেতে পারে, তিনি রাশিয়ার বিরুদ্ধে বেলজিয়ামের ৩-০ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।