প্রত্যাবর্তন! ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেরা তিনের তালিকায় ছিলেন, রবার্ট লেওয়ানডস্কি, লিওনেল মেসি ও মহম্মদ সালাহ।বিশেষজ্ঞরাও মনে করেছিলেন যে পোলিশ তারকা অনেক এগিয়ে বাকিদের থেকে। সেই আশা পূরণ হল যখন ফিফা প্রেসিডেন্ট নিজে এই খবর মঞ্চে ঘোষণা করলেন।
প্রথমবার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে স্বভাবতই খুশি লেওয়ানডস্কি, পুরস্কার নিয়ে তিনি বলেন, "আমি খুব খুশি এবং সম্মানিত এই পুরস্কার পাওয়ায়। এই ট্রফিটি আমার টিমের কোচ এবং দলের প্রতিটি খেলোয়াড় দাবিদার কারণ আমরা একসাথে খেটেছি ,লড়াই করেছি।"
তিনি প্রাক্তন জার্মান তারকা গার্ড মুলারকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, "আমি কখনও ভাবতে পারিনি বুন্দেশলিগা এর মত লিগে গার্ড মুলারের করা ২৯ ম্যাচে ৪২ গোলের রেকর্ড কোনোদিন ভাঙতে পারব বলে। তিনি এখন আর আমাদের সাথে নেই কিন্তু উনাকে ছাড়া হয়ত আমি এই রেকর্ড কোনোদিনই ভাঙতে পারতাম না।"
বায়ার্ন মিউনিখের শেষ খেলাতেও তিনি হ্যাটট্রিক করেন যার জন্য দলের ক্যাপ্টেন ম্যানুয়েল ন্যুয়ের মজা করে তাকে গোল করার যন্ত্র বলেছিলেন।
ব্যালন ডি অঁর এর সময়েও তাকে নিয়ে একটা আশা করেছিল ফুটবল মহল কিন্তু লিওনেল মেসি তা পাওয়ায় ফুটবল মহলের একাংশ তা নিয়ে সমালোচনাও করেন। কিন্তু ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়ায় সে দুঃখে প্রলেপ পড়েছে।