বিদায় ছোটভাই! অলিম্পিকে আর্জেন্টিনাকে নিয়ে চিমটি রিচার্লিসনদের, যোগ্য জবাব এমি মার্টিনেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু অলিম্পিকে একেবারে বিপরীত ঘটনা ঘটেছে। অলিম্পিকে গ্রুপশীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল, এদিকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে আর্জেন্টিনা।
এবং আশ্চর্যের বিষয়, স্পেনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা নেমেছিল, সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের ফুটবলাররা। আর ম্যাচের পর উল্লাসে মেতে ওঠেন রিচার্লিসন-ডগলাস লুইসরা। আর আর্জেন্টিনাকে খোঁচা দিতে ইনস্টাগ্রামে পোস্ট করেন ডগলাস লুইস।
ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যালারি থেকে হাত নাড়াতে নাড়াতে একটি ছবি ছাড়েন, যেখানে ছিলেন রিচার্লিসন, ম্যাথিয়াস কুনহা, রেনিয়ার জেসুস ও ডগলাস লুইস। আর সেই ছবিতে লেখেন "বিদায় ছোটভাই"।
তবে ব্রাজিলিয়ানদের এই খোঁচার যোগ্য জবাব দেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নায়ক তথা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোপা আমেরিকা জয়ের উদযাপনের ছবি দিয়ে পর্তুগিজ ভাষায় লেখেন, "বিদায় ছোটভাই।"
তবে এর জবাব দিতে ছাড়েননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। তিনটি বিশ্বকাপ হাতে নিয়ে থাকা পেলে ও একটি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাতে ধরা কাফুর ছবি দিয়ে রিচার্লিসন লেখেন, "আমাদের পাঁচটা বিশ্বকাপ রয়েছে।" স্বভাবতই, আর্জেন্টিনার কেবল দুটি বিশ্বকাপের জয়কে খোঁচা মারলেন রিচার্লিসন।