রিপোর্ট : রোনাল্ডোর সুপারিশে এবার জিদানের সাথে যোগাযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বেশ চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোল্কজায়ের। ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর তিন ম্যাচে জয় নেই, সদ্য লেস্টার সিটির কাছে ২-৪ ফলে হার - এর জেরে সোল্কজায়েরের ভবিষ্যত বেশ সংকটে। আর এই পরিস্থিতিতে নয়া কোচের খোঁজে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এল চিরিংগুইতো টিভির রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড কথাবার্তা শুরু করেছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ তথা কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের সাথে। এবং এই যোগাযোগ করা হয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুপারিশে।
রিপোর্ট অনুযায়ী, যদি সোল্কজায়েরকে অদূর ভবিষ্যতে ছাঁটাই করা হয়, সেক্ষেত্রে জিদানের সাথে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং বর্তমান স্কোয়াডে জিদান বেশ উপযোগী হবেন, তা বলাই যায়। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, আন্তোনিও কন্তেও ম্যানচেস্টার ইউনাইটেডের হটসিটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।
এর আগে রাফায়েল ভারানে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে কোচিং করিয়েছেন জিদান। এছাড়া প্রচুর জল্পনা উঠেছিল যে জিদানের জন্য পল পোগবা রিয়াল মাদ্রিদে যোগ দিতে চেয়েছিলেন। এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন জিদান।