রিপোর্ট : এশিয়ান কোটার বিদেশির নিয়ম সরানোর পাশাপাশি স্যালারি ক্যাপ বাড়ানোর পথে আইএসএল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইএসএলে বেশ কিছু নিয়মের বদল ঘটতে চলেছে, যার মধ্যে অন্যতম হল এশীয় কোটার বিদেশি নেওয়ার বাধ্যবাধকতাকে সরানোর। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর কথা মাথায় রেখে এই পরিকল্পনা আনতে চলেছে এফএসডিএল।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী মরশুম থেকে এই এশীয় কোটার নিয়ম বন্ধ করার ভাবনায় রয়েছে আইএসএল কর্তৃপক্ষ। পাশাপাশি স্যালারি ক্যাপ বাড়ানোর বিষয়েও আলোচনা করছে এফএসডিএল।
আরও পড়ুন - আইপিএল ২০২৪-এ বিদায়! এবার কী অবসর ঘোষণা করবেন মহেন্দ্র সিং ধোনি?
আসন্ন ২০২৪-২৫ মরশুম থেকে এএফসির ক্লাব কম্পিটিশন গাইডলাইনে চ্যাম্পিয়ন্স লিগের জন্য সীমাহীন সংখ্যক বিদেশি খেলোয়াড় সই করাতে পারে ক্লাবগুলি, যেখানে এশীয় কোটার কোনও বাধ্যবাধকতা নেই এবং একাধিক দেশের লিগে এই নিয়মে পরিবর্তন আসবে।
এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আইএসএল তাদের স্যালারি ক্যাপ ১৬.৫ কোটি টাকা থেকে ১৮ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করছে এফএসডিএল। এছাড়াও আরও একটি নিয়মে পরিবর্তন এসেছে। এতদিন শুধু মার্কি খেলোয়াড়দের আনতে স্যালারি ক্যাপের বেশি খরচ করতে পারত ক্লাবগুলি। কিন্তু এখন স্যালারি ক্যাপের সীমার বেশি মূল্যে দুইজন খেলোয়াড়কে সই করাতে পারবে, সে দেশীয় হোক কিংবা বিদেশি।
এই নতুন নিয়মের ফলে ক্লাবগুলি বিদেশি খেলোয়াড়দের নেওয়ার জন্য আরও হাত খুলে খরচ করতে পারবে, যেখানে স্যালারি ক্যাপের কোনও চিন্তা থাকবে না।