মহমেডান স্পোর্টিংয়ের মাঠের উন্নতিকরণের কাজ শুরু, হার মানাবে একাধিক স্টেডিয়ামকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসের শুরুতেই কিশোর ভারতী এবং নৈহাটি স্টেডিয়ামের মানের মাঠ পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন বছরের শুরু থেকেই মহামেডান স্পোর্টিং এর সহকারী গ্রাউন্ড সেক্রেটারি বেলাল আহমেদ খানের তত্ত্বাবধানে জোর কদমে চলছে ব্ল্যাক প্যান্থার্সদের নতুন মাঠ তৈরীর কাজ। এরমধ্যেই মাঠে সার দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই মাঠে ঘাস পোতার কাজও শুরু হয়ে যাবে।
মহামেডান স্পোর্টিং এর সহকারী মাঠ সচিব বেলাল আহমেদ খানের কথায়, "আমাদের পরিকল্পনা হলো সমগ্র মহমেডান ক্লাবের সার্বিক উন্নয়ন, আর আমরা আমাদের সচিব মহম্মদ কামারুদ্দিন এর নেতৃত্বে একটা কোর কমিটি তৈরী করেছি। আমাদের এই মাঠ তৈরীতে রাজ্য সরকার, সেনাবাহিনী যথেষ্ট সহযোগিতা করছে, আমরা আশা করছি মহমেডান সমর্থকেরা পরবর্তী মরশুমের কলকাতা লিগের ম্যাচ হোক অথবা আইলিগের ম্যাচ হোক বা ডুরান্ড কাপের ম্যাচ হোক সবটাই আমাদের নিজেদের মাঠে দেখতে পারবেন।"
মহমেডান স্পোর্টিং এর সহকারী মাঠ সচিব আরও বলেন, "আমরা আগামী মরশুমে আমাদের সমর্থকদের কিশোর ভারতীর সমতুল্য একটি মাঠ উপহার দিতে চলেছি, মাঠের কাজ জোর কদমে এগোচ্ছে। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক চললে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের শুরুর সপ্তাহে আমাদের খেলোয়াড়দের হাতে এই মাঠ তুলে দিতে পারব।"