এভাবেই চালিয়ে যেতে হবে! অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে ইস্টবেঙ্গলের প্রতি বার্তা রেনেডি সিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দায়িত্ব পেয়েছিলেন মাত্র তিনটি ম্যাচে, তবে এই তিন ম্যাচেই এসসি ইস্টবেঙ্গলের মানসিকতাই বদলে দিয়েছেন রেনেডি সিং। বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির মত দুর্ধর্ষ দুটি দলকে রুখে দেওয়ার পর, জামসেদপুর এফসির বিরুদ্ধে পূর্ণ ভারতীয় একাদশ নামিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। তবে শেষের দিকে ইশান পন্ডিতার গোলে লড়াই থেমে যায় লাল-হলুদ ব্রিগেডের।
তবে অন্তর্বর্তী হেড কোচ হিসেবে ইস্টবেঙ্গলের এই লড়াইয়ে মুগ্ধ রেনেডি সিং। আর ম্যাচের পর জামসেদপুর এফসির বিরুদ্ধে শেষ মুহুর্তের হারের হতাশাও প্রকাশ করলেন তিনি।
শেষের দিকে গোল খাওয়া নিয়ে রেনেডি বলেছেন, "খুবই দুঃখজনক ৮৮ মিনিটে গোল খাওয়া, তবে আমি সত্যিই গর্বিত ছেলেরা যেভাবে লড়েছে, প্রচুর কর্মক্ষমতা ও ইচ্ছাশক্তির নিদর্শন দেখিয়েছে তারা। ওদের এটি নিয়েই এগিয়ে যাওয়া উচিত এবং যদি ওরা চালিয়ে যেতে পারে, তাহলে তা ক্লাবের জন্য ভালো হবে এবং আমরা আরও ভালো স্থানে থাকতাম।"
এদিকে জয় নয়, ড্রই চেয়েছিলেন রেনেডি। এই নিয়ে তিনি বলেন, "গত কয়েক ম্যাচ খুব কঠিন ছিল আমাদের জন্য, বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির মত আক্রমণাত্মক দলের বিরুদ্ধে নেমেছিলাম এবং আজও তাই হয়েছে। ওদের খুব ভালো আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছে এবং যেভাবে ভারতীয় ছেলেরা কোনও বিদেশীকে ছাড়াই ডিফেন্সিভ আকার বজায় রেখে আক্রমণে উঠেছে, আমি সত্যিই গর্বিত।"
পূর্ণ ভারতীয় একাদশ নামানো নিয়ে রেনেডি বলেছেন, "আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত। আমার মনে হয় প্রত্যেকে এই ম্যাচটি দেখেছে এবং কিভাবে ভারতীয় খেলোয়াড়রা লড়াই করেছে। খুবই দুঃখজনক যেভাবে আদিলকে চোট নিয়ে বেরিয়ে আসতে হয়েছে। আমরা জানতাম আমরা আরও ভালো বিদেশীদের বিরুদ্ধে খেলছি কিন্তু আমরা একটি দল হিসেবে লড়েছি। এইভাবেই ওদের চালিয়ে যেতে হবে। আমাদের ভারতীয়দের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যে আমরা ভালো করতে পারি। আজ, আমরা শেষ মিনিটে গোল খেয়েছি কিন্তু গোটা ম্যাচ জুড়ে আমরা লড়ে গিয়েছি।"
দায়িত্বে থাকা তিনটি ম্যাচ থেকে কি শিখলেন? এই নিয়ে রেনেডির জবাব, "প্রথম ম্যাচে আমরা আগে গোল করেছি কিন্তু তারপর গোল খেয়েছি। দ্বিতীয় ম্যাচে আমরা এক বিদেশী ও একাধিক ভারতীয় ছেলেদের নিয়ে আক্রমণাত্মক দলের বিরুদ্ধে খেলেছি, আমরা দারুণ লড়েছিলাম। গত তিন ম্যাচে আমি যা শিখেছি, যদি ভারতীয় খেলোয়াড়রা একসাথে লড়ে, তাহলে আমরা ফল পাব।"