এক বিদেশী নিয়েও আমরা ভালো খেলতে পারি! মুম্বইকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী রেনেডি সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে রুখে দিল জয়হীন এসসি ইস্টবেঙ্গল। শুরু থেকে কেবল এক বিদেশী ড্যানিয়েল চিমাকে নিয়ে যেভাবে মুম্বইয়ের বিরুদ্ধে লড়ে গেল লাল-হলুদ ব্রিগেড, তা সত্যিই অবাক করে দেওয়ার মত। সাইডলাইনে অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংয়ের অধীনে আরও উজ্জীবিত হয়ে উঠেছে ইস্টবেঙ্গল।
আর এই দুরন্ত পারফর্মেন্সে গর্বিত রেনেডি সিং। যদিও ১৪ ম্যাচে জয় নেই ইস্টবেঙ্গলের, তবুও এই পরিস্থিতিতে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে ছেলেদের এই পারফর্মেন্সের প্রশংসা করেছেন রেনেডি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে নিজের গর্ব প্রকাশ করলেন রেনেডি।
ইস্টবেঙ্গলের খেলা নিয়ে রেনেডি বলেন, "আমি সত্যিই ওদের জন্য গর্বিত। আপনারা ম্যাচটি দেখে থাকবেন। আমি ছেলেদের জন্য গর্বিত। আমরা কেবল এক বিদেশী নিয়ে খেলেছি, সেখানে প্রতিপক্ষ দল সেরা চার বিদেশী নিয়ে খেলছিল। এমনকি, ভারতীয় ছেলেরাও যেভাবে শেষ অবধি ড্যানিয়েল চিমার সাথে খেলেছে, সেটি অসাধারণ। ছেলেদের তরফ থেকে এটি একটি অসাধারণ পারফর্মেন্স। হ্যাঁ, আমরা বল নিয়ে আরও ভালো করতে পারতাম, কিন্তু শেষে আর কোনও সময় ছিল না আমাদের। তবে আমি খুবই গর্বিত যেভাবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করেছি।"
এই ম্যাচ থেকে কি কি পেলেন রেনেডি? এই নিয়ে তিনি বলেছেন, "যদি আমরা পরিশ্রম করি, এক বিদেশী নিয়েও আমরা ভালো করব। আমাদের এই নিয়ে বিশ্বাস রাখতে হবে। মুম্বই এই লিগের সেরা আক্রমণাত্মক দল, আর সেই দলের বিরুদ্ধে খেলে আমরা যেভাবে ডিফেন্ড করেছি, আমরা ওদের সহজ কোনও সুযোগ দিইনি। অবশ্যই, আমরা গভীরে ডিফেন্ড করেছি। কোনও সহজ সুযোগ ছিল না যেখানে আমরা কিছু করতে পারতাম।"
এই ম্যাচে আক্রমণাত্মক দিক থেকে কি কোনও ভুল হয়েছে ইস্টবেঙ্গলের? এই নিয়ে রেনেডির বার্তা, "দেখুন, আমি আগেও বলেছি আমরা এক বিদেশী নিয়ে খেলেছি। আমার কাছে কেবল ছয়-সাত দিন সময় ছিল দলের সাথে কাজ করার জন্য। আর তারপর আক্রমণাত্মক খেলার জন্য আমাদের শীর্ষমানের টেকনিক খেলোয়াড়ের প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের ছেলেরা খুব ভালো ডিফেন্স করেছে, এই নিয়ে কোনও অভিযোগ নেই। তাই অভিযোগ করব না আমরা কি করতে পারতাম, কি পারতাম না। আমার মনে হয় এখন সময় আরও বেশি মনোযোগ দিয়ে পরের ম্যাচে ডিফেন্ড করার। সাত দিনে তিনটি ম্যাচ, একেবারেই সহজ নয়। তাই আমাদের আবার একজোট হতে হবে। রক্ষণে ভালো করে আক্রমণে যেতে হবে। ভালো লাগছে যে চোট পাওয়া খেলোয়াড়রা ফিরে আসছে।"
এসসি ইস্টবেঙ্গল প্রায় প্রতিটি ম্যাচেই গোল খেত, তবে শক্তিশালী মুম্বই সিটির বিরুদ্ধে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে। কি পরিবর্তন হয়েছে এই লাল-হলুদ দলে? এই নিয়ে রেনেডির জবাব, "আমরা প্রথম দিন থেকে কাজ করছি। যখন আমি দায়িত্ব নিই, আমরা কাঠামো নিয়ে কাজ করেছি যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা নর্থইস্টের বিরুদ্ধে পাঁচজনকে উপরে পাঠিয়েছিলাম, মাঝখানে কেউ নেই আর পাঁচজন ডিফেন্সে। আমাদের এসবের দরকার নেই, আমরা একটি কাঠামো নিয়ে খেলতে হবে যেখানে একসাথে আমরা উঠব, নামবও একসাথে। আর সেটাই আমরা গত ছয়-সাত দিন ধরে করছি আর সেটা কাজেও এসেছে।"