চিমাকে মিস করছেন রেনেডি সিং, সীমিত ক্ষমতা নিয়ে জামসেদপুরকে চ্যালেঞ্জ দিতে মরিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১১ জানুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের ১১ নম্বর ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী লাল হলুদের বর্তমান হেডস্যার। রেনেডি সিং গত দুই ম্যাচের পারফরম্যান্স সম্পর্কে বলেন, "শেষ দুটো ম্যাচ দল খুব ভালো খেলেছে, আমরা সত্যিই রক্ষণ বিভাগে খুব ভাল খুব ভালো ফল দেখিয়েছি। জামশেদপুর এফসি কিছু দুর্দান্ত বিদেশিদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে খুব ভাল দল। আমরা আশাবাদী দল খুব ভালো পারফরম্যান্স করবে।"
ড্যানিয়েল চিমার খেলতে না পারার প্রসঙ্গে রেনেডি বলেন "চিমা দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, চিমার দলে না থাকা দলের পক্ষে বড় ক্ষতি, আমরা ওর অভাব অনুভব করব। আমাদের দলের অনেক প্লেয়ার চোটে আক্রান্ত, আমরা জানি আমাদের দলের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।"
রেনেডি সিং, হাওকিপ সম্পর্কে জানান, "আমি হাওকিপ এর ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতায় খুশী। আর আমি ওকে নিয়েই দলে রেখেই এগোতে চাই। আমি বলবন্ত সিংকে আরো একটু সময় দিতে চাই এবং দেখতে চাই ও কেমন করে। বলবন্ত ইনজুরি থেকে ফিরে আসছে, আমরা সবাই জানি যে ওর কি সামর্থ্য আছে এবং আমি নিশ্চিত যে সবটুকু দেবে।"
রেনেডি সিং শেষ দুই ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে বলেন, "আমাকে সমর্থন করার জন্য আমি ছেলেদের ধন্যবাদ জানাতে চাই। দলটি আমার শেখানো পথে খেলার চেষ্টা করছে দেখে সত্যিই ভালো লাগছে। আমি যখন দলে এসেছি তখন আমি দলের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিলাম, এবং তারা গত দুই ম্যাচে তা দিয়েছে। আমি দলের ওপর খুব খুশী।"