আবারও ইন্দ্রপতন এস সি ইস্টবেঙ্গলে, পদত্যাগ করলেন রেনেডি সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসসি ইস্টবেঙ্গলের। পারফরমেন্স থেকে শুরু করে দলের অন্দর সবখানে কান পাতলেই গন্ডগোলের ঘন্টা শোনা যায়। কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না তাদের।
গত বছর আইএসএলে ঢোকার মুহূর্ত থেকে দলের সঙ্গে ছিলেন রেনেডি সিং, সহকারী কোচ হিসেবে। ইস্টবেঙ্গলের খারাপ ফর্মের পেছনে সমর্থকরা আওয়াজ তুলেছিল যে তিনি নাকি তার একাডেমির ছেলেদের খেলান, কোচকে ভারতীয় ফুটবলারদের সম্মন্ধে ঠিক ধারণা দিতে পারেন না ইত্যাদি ইত্যাদি। এ বছরেও তিনি পুনর্বহাল হলে অসন্তোষ থেকেই যায়।
কিন্তু এ মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ ম্যানুয়েল ডিয়াজ পদত্যাগ করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার তত্বাবধানে খেলা ৩টি ম্যাচে অসাধারন লড়াইয়ের সাক্ষ্য রাখে লাল হলুদ ব্রিগেড। এক লহমায় সবাই তার গুনগান করতে থাকেন।
কিন্তু তার কোচিং পিরিয়ড শেষ হওয়ার পরই তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দেন তিনি নতুন হেড কোচ মারিও এর সাথে তাঁর সহকারী হিসেবে কাজ করতে চান না।
কিন্তু টিম ম্যানেজমেন্টের অনেক বোঝানো সত্বেও তিনি আজ ইস্তফা দেন ।