আদিল আমায় ভুল প্রমাণ করে দিয়েছে, ইস্টবেঙ্গলের খেলায় গর্বিত রেনেডি সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার বাম্বোলিমে এক ভিন্ন ইস্টবেঙ্গলকে দেখল ভারতীয় ফুটবল মহল। এ সেই ম্যানুয়েল ডিয়াজের ধুঁকতে থাকা এসসি ইস্টবেঙ্গল নয়, বরং এক উজ্জীবিত লাল-হলুদ ব্রিগেড। আর এই ইস্টবেঙ্গলই কার্যত জিততে থাকা ম্যাচ ড্র করে আসল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
মাত্র দুই বিদেশী নিয়ে উদ্দীপ্ত বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমে এমন দুর্দান্ত পারফর্মেন্স - নিঃসন্দেহে খুশি হয়েছেন ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন হেড কোচ রেনেডি সিং। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বেশ খুশিই লাগল রেনেডিকে।
ম্যাচের ফলাফলে সন্তুষ্ট রেনেডি বলেছেন, "যদি আপনি দেখেন যেভাবে ছেলেরা লড়াই করেছেন, আপনিও সন্তুষ্ট হবেন। আমরা ম্যাচের আগে গঠনগত বিষয় নিয়ে কথা বলছিলাম, ওরা শেষ অবধি নিজেদের ধরে রেখে খেলেছে। একটি বড় সুযোগ, এছাড়া আর কোনও বিশেষ সুযোগ আসেনি তাদের জন্য। কিন্তু আমরা তিনটি বড় সুযোগ পাই, যেখানে আমরা একটি গোল করি এবং আরও দুটি করতে পারতাম। আবারও বলছি, যে খেলোয়াড় আমাদের হাতে রয়েছে, আর এত বেশি বিদেশী বাইরে থাকায় আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারি না। কিন্তু মাঠে যে কজন খেলোয়াড় ছিলেন, যেভাবে ওরা লড়াই করেছে, আমি সত্যিই ওদের জন্য গর্বিত।"
ম্যাচের আগে কি বলেছিলেন ছেলেদের? এই নিয়ে রেনেডির জবাব, "ম্যাচের আগে, গত ছয় দিন হেড কোচের বিদায়ের পর আমি ছেলেদের সাথে কাজ করতে পারি। এটুকুই বলেছি, আমাদের গঠনগত দিকে নজর রাখতে হবে। আজ যদি আপনারা খেলাটি দেখেন, অবশ্যই আমাদের বল নিয়ে আরও ভালো কাজ করা উচিত ছিল। কিন্তু আমরা ডিফেন্ডিং ও কাউন্টার অ্যাটাকিংয়ের সময়ে যে জায়গা তৈরি করেছি, তা দেখতে খুবই ভালো ছিল।"
মরশুমে প্রথমবার প্রথম একাদশে শুরু করেছিলেন আদিল খান। তারকা এই ভারতীয় ডিফেন্ডারের পারফর্মেন্স নিয়ে রেনেডি বলেন, "আমি খুবই চিন্তিত ছিলাম, চোট সারিয়ে অনেক দিন পর ও ফিরে এসেছিল। কারণ আমরা জানি কিভাবে আদিল খেলতে পারে, কিন্তু গত কয়েক মাসে ও পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আজ ও আমায় ভুল প্রমাণ করেছে, ও দেখিয়ে দিয়েছে যে ও খেলতে পারে। আমার মনে হয় আজ ও ভালো খেলেছে।"