মনে আছে ফিলিপ আদজাকে? কাঁপাচ্ছেন ওপার বাংলা, একার দমে দলকে তুললেন ফাইনালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মনে আছে ফিলিপ আদজাকে? ঘানার তরুণ এই স্ট্রাইকার এক সময় দাপিয়ে খেলেছেন কলকাতা ময়দানে। ক্যালকাটা কাস্টমস, ভবানীপুর ও মহমেডান স্পোর্টিংয়ের হয়ে অনেক ম্যাচ খেলেছেন আদজা। এবার সেই ফিলিপ আদজা কাঁপাচ্ছেন ওপার বাংলাতেও।
বর্তমানে বাংলাদেশের তথাকথিত লো-প্রোফাইল ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের হয়ে খেলছেন ফিলিপ আদজা। আর কার্যত একার দক্ষতায় রহমতগঞ্জকে বাংলাদেশ ফেডারেশন কাপের ফাইনালে তুলেছেন ২৩ বছরের এই ফরোয়ার্ড।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে অতিরিক্ত সময়ে ৪-৩ ফলে হারায় রহমতগঞ্জ। আর সেই ম্যাচে দুটি গোল করেন আদজা। এদিকে সেমি ফাইনালে বাংলাদেশের মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় রহমতগঞ্জ, আর সেখানেও একটি গোল করেন আদজা।
রবিবার বাংলাদেশ ফেডারেশন কাপ ফাইনালে আবাহনী ঢাকার বিরুদ্ধে ফাইনালে নামবে রহমতগঞ্জ। তবে বাংলাদেশ ফুটবলে ইতিমধ্যেই সুখ্যাতি পেয়ে গিয়েছেন ফিলিপ আদজা।
তবে ভারতে সাফল্য নিয়েই বাংলাদেশে পাড়ি দিয়েছেন ফিলিপ আদজা। ২০২০-২১ মরশুমের আইলিগে গোকুলাম কেরালার খেতাব জয়ে বড় অবদান রেখেছিলেন ২৩ বছরের এই ঘানাইয়ান ফুটবলার। এরপর গারওয়াল এফসির হয়ে কয়েক ম্যাচ খেলার পর পাড়ি দিয়েছেন বাংলাদেশে।