দেশের মহিলা ফুটবলে রেকর্ড! নজরকাড়া হারে বাড়ল নারী ফুটবলারদের সংখ্যা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে সংশয় তৈরি হলেও, দেশের মহিলা ফুটবল নিয়ে আশার আলো দেখতেই পারেন ফুটবলপ্রেমীরা। সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে, যেখানে গত দুই বছরে ভারতে মহিলা ফুটবলার নথিভুক্তকরণের ক্ষেত্রে সংখ্যাটি এক লাফে ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা নিঃসন্দেহে ঐতিহাসিক।
আর এর পিছনে ইন্ডিয়ান উইমেন্স লিগ ও ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর উত্থানকে তুলে ধরা হচ্ছে। চলতি বছরে চালু হয়েছে আইডব্লুএল ২, অন্যদিকে সাম্প্রতিক আইডব্লুএল প্রথমবারের জন্য হোম-অ্যাওয়ে ভিত্তিতে হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার সংখ্যা ছিল ১১,৭২৪। এই বছরের মার্চ মাসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭,৯৩৬।
এই নিয়ে গর্বের সুরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, "এটি একটি ইতিবাচক প্রবণতা। এটি দেখিয়েছে, আমরা মহিলা ফুটবলারদের জন্য সঠিক পরিকল্পনা ধরে এগিয়ে চলেছি। গত দেড় বছরে আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়েছি। চলতি মরশুম ভারতীয় মহিলা ফুটবলের জন্য দুর্দান্ত একটা বছর। ঘরোয়া পর্যায়ে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্লাবগুলি আরও অনেক বেশি ম্যাচ খেলতে পারছে। আগামী বছরগুলিতে মহিলা ফুটবলকে আরও অগ্রাধিকার দেওয়া হবে।"