রিপোর্ট : লা লিগা থেকে বেরিয়ে এই লিগে যোগদানের ভাবনা রিয়াল মাদ্রিদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ের পর লা লিগার জৌলুস অনেকটাই কমে গিয়েছিল। এবার সম্প্রতি লিওনেল মেসির বিদায়ে সেই জৌলুস একেবারে ফিকে হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে লা লিগায় দর্শক শতাংশ কি পরিমাণে কমবে, সে নিয়ে আশঙ্কিত সম্প্রচারকারীরা। কিন্তু এবার লা লিগার উপর আসছে বড় ঝড়।
জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, স্প্যানিশ লা লিগা ছাড়ার ভাবনাচিন্তা শুরু করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ। এবং এই বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা করছে লস ব্ল্যাঙ্কোসরা।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? প্রকৃতপক্ষে রিয়াল মাদ্রিদ বিরক্ত লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাসের উপর। বেতন সংক্রান্ত একাধিক কঠিন নিয়ম ও মরশুম শেষে তেমন লাভজনক ফায়দা না পাওয়ার জেরে ক্ষতির উপর দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সহ একাধিক স্প্যানিশ ক্লাব। এছাড়া রিয়াল মাদ্রিদ বারবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজেদের বিরোধিতা প্রকাশ করেছে। আর এই কারণে চরম সিদ্ধান্ত নিতে চাইছে মাদ্রিদ।
রিপোর্ট অনুযায়ী, ফিওরেন্তিনো পেরেজ প্রথমে ইউরোপিয়ান সুপার লিগ গড়ার ভাবনায় অনেকটা এগোলেও সেই পরিকল্পনা শেষ মুহুর্তে ভেস্তে যায়। এই পরিস্থিতিতে এবার ভিন্ন দেশের লিগে খেলার ভাবনা রিয়ালের। জানা গিয়েছে, ফিওরেন্তিনো পেরেজের পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগের প্রতিদ্বন্দ্বিতা, আন্তর্জাতিক খ্যাতি ও সম্প্রচারে বিপুল আর্থিক লাভ আকর্ষিত করেছে পেরেজকে। এছাড়া ইতালির সিরি আ ও জার্মানির বুন্দেশলিগাতেও আগ্রহ দেখাচ্ছেন পেরেজ।
তবে প্রিমিয়ার লিগে রিয়াল মাদ্রিদের আগমণ বেশ জটিল। কয়েক বছর আগে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছিল ব্রিটেন। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের এক ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের ইউনিয়নের বাইরের দেশের লিগে খেলতে গেলে রাজনৈতিক, আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হবে।
এদিকে একটি বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, তারা এই বিষয়ে কোনও পরিকল্পনা করেনি এবং এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো।