চোট-আঘাতের সমস্যা সত্ত্বেও সিটির বিরুদ্ধে এই একাদশে নামবে রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমি ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শক্তিশালী সিটির বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের ক্ষেত্রে বড় সমস্যা হল চোট-আঘাত।
এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ? চলুন দেখে নিই।
গোলে অবশ্যই শুরু করবেন থিবো কুর্তোয়া। এদিকে লাল কার্ডের জন্য নেই এডের মিলিটাও, চোটের জন্য ছিটকে গিয়েছেন ফেরল্যান্ড মেন্ডিও। এই পরিস্থিতিতে দুই সেন্টার ব্যাকে আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা শুরু করতে পারেন। অন্যদিকে দুই সাইডব্যাকে ড্যানি কার্ভাহাল ও এডুয়ার্ডো কামাভিঙ্গা খেলবেন।
থ্রি ম্যান মাঝমাঠে যথারীতি খেলবেন টনি ক্রুস ও লুকা মদ্রিচ। এদিকে তাদের সাথে জুড়বেন ফেডেরিকো ভালভার্দে।
এদিকে দুই উইংয়ে দায়িত্ব সামলাবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগো। আর আক্রমণে নিশ্চিতভাবে শুরু করবেন করিম বেঞ্জেমা।
থিবো কুর্তোয়া, ড্যানি কার্ভাহাল, আন্তোনিও রুডিগার, ডেভিড আলাবা, এডুয়ার্ডো কামাভিঙ্গা, ফেডেরিকো ভালভার্দে, টনি ক্রুস, লুকা মদ্রিচ, রড্রিগো, করিম বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়র।