সিটিকে তাদেরই ঘরে হারাতে একাদশে বদল আনতে চলেছে রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময়ে বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে এগিয়ে থেকেও সিটির বিরুদ্ধে ড্র করে রিয়াল।
ফলে এতিহাদে সিটির বিরুদ্ধে খেলাটা বেশ কঠিন হবে রিয়ালের জন্য। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেরাটা দিতেই পরিচিত লস ব্ল্যাঙ্কোসরা। এবং প্রথম লেগের একাদশে কিছু বদল আনবেন হেড কোচ কার্লো আনসেলোত্তি।
চোটের জন্য অনিশ্চিত ফরাসি মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। তবে রিয়ালের পক্ষে সুবিধা হল, দুই ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি ও এডের মিলিটাও ফিরছেন দ্বিতীয় লেগে।
গোলে অবশ্যই শুরু করবেন থিবো কুর্তোয়া। এদিকে অ্যান্টোনিও রুডিগারের সাথে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন এডের মিলিটাও। ফলে লেফট ব্যাকে সরে যাবেন ডেভিড আলাবা। রাইট ব্যাকে খেলবেন ড্যানি কার্ভাহাল।
তিন মিডফিল্ডে খেলবেন লুকা মদ্রিচ, টনি ক্রুস ও ফেডেরিকো ভালভার্দে। এদিকে দুই উইংয়ে খেলবেন রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। আর আক্রমণ সামলাবেন করিম বেঞ্জেমা।
থিবো কুর্তোয়া (গোলকিপার), ড্যানি কার্ভাহাল, অ্যান্টনিও রুডিগার, এডের মিলিটাও, ডেভিড আলাবা, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেডেরিকো ভালভার্দে, রদ্রিগো, করিম বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়র।