এল ক্লাসিকো হারের জন্য খেলোয়াড়দের দায়ী করলেন কার্লো আনসেলোত্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার রিয়াধে সুপারকোপা ডে এস্পানার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ ফলে হারায় এফসি বার্সিলোনা। এবং এই ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের হারের জন্য দলের একাধিক ভুল দায়ী, সেটি স্বীকার করলেন রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আনসেলোত্তি বলেছেন, "আমরা ম্যাচটি হেরেছি কারণ আমরা অনেক ভুল করেছি। মানসিকতার সমস্যা নয়, ব্যক্তিগত কিছু ভুল হয়েছে। আমরা প্রথমার্ধে ২৫ বার বল হারিয়েছি, একাধিক ডুয়েলে পরাস্ত হয়েছি, আমরা ওয়ান-অন-ওয়ান জিততে পারিনি, আমরা পরাস্ত হয়েছি ফিরে আসতে গিয়ে।"
"একবার ওরা (বার্সিলোনা) যখন এগিয়ে গিয়েছে, যেমন এই ধরণের ম্যাচে হয়ে থাকে, তখন ফিরে আসা কঠিন হয়ে পড়ে। মরশুমের শুরুতে লা লিগার ম্যাচে, আমরা প্রথমে গোল করি আর তারপর বার্সিলোনার পক্ষে কাজটা কঠিন হয়ে পড়ে। এই ম্যাচে, আমরা প্রচুর ভুল করি আর বার্সিলোনা অনেক ভালো খেলেছে। খেলোয়াড়রা জানেন যে এই ভুলগুলি এড়িয়ে যাওয়া যেত।"
তবে বার্সিলোনার বিরুদ্ধে এই পরাজয় কি অপমানজনক? এর জবাবে আনসেলোত্তি বলেছেন, "এই হারকে অপমানজনক বলাটা অসম্মানজনক হবে। আমরা বার্সিলোনার কাছে একটি ম্যাচ হেরেছি, যেমন আমরা তাদের বিরুদ্ধে লা লিগায় জিতেছি। বার্সিলোনা ভালো খেলেছে, ব্যাস! এটিকে অপমানজনক বলাটা বড্ড বাড়াবাড়ি। খেলায় হারজিত থাকেই।"