হ্যাজার্ড-ইস্কোর গোলে কোপা ডেল রেতে মান বাঁচল ১০ জনের রিয়াল মাদ্রিদের

এলচে - ১ (গোঞ্জালো ভেরদু)
রিয়াল মাদ্রিদ - ২ (ইস্কো, ইডেন হ্যাজার্ড)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ অবধি জয় হাসিল করল রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রে এর রাউন্ড অফ ১৬ পর্বে এলচের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে শেষ অবধি অতিরিক্ত সময়ের গোলে জেতে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধেই দারুণ সুযোগ পায় এলচে। ক্যারিলোর শট লাগে বারে। একাধিকবার সুযোগ পেয়ে গিয়েছিল এলচে, কিন্তু তা আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। একাধিক সুযোগ তৈরি করে তারা। কিন্তু কোনও পক্ষই গোল করতে পারেনি, যার জেরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই হয় যত নাটক।
১০২ মিনিটে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের মার্সেলো। এরপর সেই ফাউলের ফ্রিকিকের রিবাউন্ড থেকে গোল করেন গোঞ্জালো ভেরদু। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১০৮ মিনিটে ড্যানি সেবায়োসের শট ইস্কোর পায়ে লেগে গোলে ঢুকে যায়। আর শেষে ১১৫ মিনিটে ডেভিড আলাবার ক্রসে ঠান্ডা মাথায় গোল করেন ইডেন হ্যাজার্ড।
আর এর জেরে শেষ অবধি লড়াই করে জয় হাসিল করে রিয়াল মাদ্রিদ। চলতি মরশুমে বেশ সাফল্যের সাথে পারফর্ম করছে রিয়াল মাদ্রিদ, আর তা দেখা গিয়েছে তাদের খেলাতেও।