বার্সিলোনার অনবদ্য লড়াই সত্ত্বেও ফেডে ভালভার্দের গোলে ক্লাসিকোয় দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের

এফসি বার্সিলোনা - ২ (লুক ডে জং, আনসু ফাতি)
রিয়াল মাদ্রিদ - ৩ (ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেমা, ফেডেরিকো ভালভার্দে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্যত বেশ কয়েক বছর পর এক হাড্ডাহাড্ডি এল ক্লাসিকোর স্বাক্ষী থাকল ফুটবল বিশ্ব। সৌদি আরবে আয়োজিত সুপারকোপা ডে এস্পানার সেমি ফাইনালে সীমিত ক্ষমতার বার্সিলোনা অসাধারণ লড়াই দেখিয়েছে দুরন্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। কিন্তু শেষ অবধি লস ব্ল্যাঙ্কোস বাজি জিতে নিল।
দারুণ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস জুনিয়র বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে টপকে গোল করেন। আর এর জেরে মরশুমে ১৫তম গোলটি করে ফেলেন ভিনি। তবে ৪২ মিনিটে এডের মিলিটাওয়ের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বার্সিলোনাকে সমতায় ফেরান লুক ডে জং।
এরপর ৬৫ মিনিটে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন করিম বেঞ্জেমা, কিন্তু তার সাত মিনিট পরেই দুরন্ত গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। যখন মনে হয়েছিল রিয়াল ম্যাচটি জিতে যাবে, এমন সময় ৮২ মিনিটে গোল করে বার্সাকে ফের সমতা এনে দেন আনসু ফাতি। আর এর জেরে খেলা এক্সট্রা টাইমে গড়ায়।
আর তারপর পরিবর্ত হিসেবে নামা উরুগুয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে ৯৮ মিনিটে গোল করে রিয়ালকে জয় এনে দেন। এর জেরে নিজেদের ১০০তম এল ক্লাসিকো জয় হাসিল করল রিয়াল। তবে জাভির অধীনে এফসি বার্সিলোনার এই লড়াইকে কুর্নিশ করতেই হবে, দাঁতে দাঁত চেপে রিয়ালের বিরুদ্ধে লড়ে গিয়েছে বার্সা। আর এই জয়ের জেরে সুপারকোপার ফাইনালে উঠল রিয়াল।