প্রত্যয়ী রিয়াল মাদ্রিদের কাছে হারল লড়াকু এফসি বার্সিলোনা

এফসি বার্সিলোনা - ১ (সের্জিও আগুয়েরো)
রিয়াল মাদ্রিদ - ২ (ডাভিড আলাবা, লুকাস ভাসকুয়েজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্যাম্প ন্যুতে দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের। ধুকতে থাকা এফসি বার্সিলোনাকে দুটি দুরন্ত গোলে হারিয়ে নিজেদের খেতাব জয়ের লড়াই জিইয়ে রাখল কার্লো আনসেলোত্তির ছেলেরা। এদিকে প্রচুর চেষ্টা করেও জিততে পারেনি বার্সা।
শুরু থেকেই বেশ চাপ তৈরি করেছে দুই দলই। তবে কাউন্টার অ্যাটাকে গোল করে এগিয়ে যায় রিয়াল। ৩২ মিনিটে ডিফেন্স থেকে একটানা দৌড়ে বার্সার বক্সে পৌছে যান ডাভিড আলাবা, আর শেষে রড্রিগোর পাসে দুর্ধর্ষ গোল করেন আলাবা।
এরপর বার্সা প্রচুর সুযোগ তৈরি করেছে। আনসু ফাতি, ফ্রেঙ্কি ডি জং, মেম্ফিস ডিপেরা গোলের কাছে গিয়েও হাতছাড়া করে। তবে শেষে আরও একটি গোল করে দেয় রিয়াল। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মার্কো অ্যাসেনসিওর পাসে গোল করেন লুকাস ভাসকেজ।
তবে একেবারে শেষ মিনিটে সান্ত্বনামূলক গোল করেন সের্জিও আগুয়েরো। কিন্তু সব মিলিয়ে সুযোগের সদ্ব্যবহার করে জিতেছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে খারাপ ফর্ম অব্যাহত রয়েছে বার্সিলোনার।