প্রতিদ্বন্দ্বী হলেও শত্রু নয়! ভিনিসিয়াসের সমর্থনে বিশেষ বার্তা দিলেন রাফিনহা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হয়ত দুজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলেন, কিন্তু দিনের শেষে তারা এই ফুটবলের সাথেই জুড়ে রয়েছেন। বলা ভালো, একই দেশেরই দুই সতীর্থ।
আরও দেখুন - ভিনিসিয়াসের পাশে দাঁড়ালেন ফিফা সভাপতি
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়ালেন বার্সিলোনার ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা।
এর আগে ভ্যালেন্সিয়া বিরুদ্ধে লা লিগার ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস। তারই প্রতিবাদে মঙ্গলবার ভায়াদোয়িদের বিরুদ্ধে ম্যাচে নিজের জার্সি খোলেন রাফিনহা।
জার্সির তলার জামায় পর্তুগিজ ভাষায় লেখা ছিল, "আমরা তোমার সাথে আছি, ভিনি।" সেই বার্তাই দেখাতে চেয়েছেন রাফিনহা।
যদিও সেই ম্যাচটি ১-৩ ফলে হারে রিয়াল মাদ্রিদ। কিন্তু জার্সি খোলার পর যখন মাঠ ছাড়েন রাফিনহা, তখন নিজের ডান হাতের মুঠো তুলে ধরেন।
আরও দেখুন - বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস! সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন লা লিগা সভাপতি, পালটা জবাব ভিনির
এদিকে ম্যাচের আগে বার্সিলোনা ও ভায়াদোয়িদের খেলোয়াড়রা একটি ব্যানার তুলে ধরেন, যেখানে লেখা ছিল 'ফুটবল থেকে বর্ণবিদ্বেষীদের দূরে রাখো'।