"আমরা মাদ্রিদের থেকে ভালো", চিরপ্রতিন্দ্বীদের উদ্দেশ্যে হুঙ্কার রাফিনহার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের উদ্দেশ্যে কড়া হুঙ্কার ছাড়লেন বার্সিলোনার নতুন ফুটবলার রাফিনহা। ব্রাজিলিয়ান এই তারকা মুখিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামার জন্য।
মঙ্গলবার ফ্লোরিডার ফোর্ট লডেরডেলের ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে ইন্টার মায়ামির বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে বার্সিলোনা। সেই ম্যাচে ৬-০ ফলে জেতে বার্সা। আর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন রাফিনহা। একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে নিজের ছাপ ছাড়েন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
এবার আগামী রবিবার লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন রাফিনহা। তিনি বলেছেন, "একজন ফুটবলার সব সময় চায় যাতে সে সবার বিরুদ্ধে গোল করুক। কিন্তু একটি ডার্বিতে, সেই চাহিদাটা আরও বেড়ে যায়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেতাটা, কিন্তু আমার জন্য আমরা রিয়াল মাদ্রিদের থেকে অনেক ভালো।"
এদিকে বার্সিলোনার হয়ে অভিষেকে গোল করতে পেরে খুশি রাফিনহা। তিনি বলেছেন, "খুব খুশি প্রথম গোলটি করতে পেরে। খুব ভালো ম্যাচ ছিল। আমি চেষ্টা করেছি ভালো খেলার। আমি খুব খুশি এবং এটিকেই চালিয়ে নিয়ে যেতে চাই।"
লিডস ইউনাইটেড থেকে ৫৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে এফসি বার্সিলোনায় যোগ দিয়েছেন রাফিনহা।