ছিটকে গেল চ্যাম্পিয়নরা! ৯ জনের পিয়ারলেসকে উড়িয়ে কলকাতা লিগের সেমিতে রেলওয়ে এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নয়া চ্যাম্পিয়ন পাচ্ছে কলকাতা ফুটবল লিগ, নিশ্চিত হয়ে গেল। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেসকে হারাল রেলওয়ে এফসি। রেলওয়ের গাড়িতে চাপা পড়ল পিয়ারলেসের আশা।
নৈহাটি স্টেডিয়ামে হওয়া খেলায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রেলওয়ে। ১৬ মিনিটে অচিন্ত্য ঘোষ ও ৪৫ মিনিটে গোল করেন অ্যান্থনি সোরেন।
তবে দ্বিতীয়ার্ধে পরপর দুটি রেড কার্ড পায় পিয়ারলেস এসসি। ৫৯ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান আলুসিন ডিক্সন ও আনসুমানা ক্রোমা। আর তারপর পিয়ারলেসের যাবতীয় আশা শেষ হয়ে যায়। ৮৯ মিনিটে রেলওয়ের হয়ে গোল করেন সুকুরাম সর্দার, আর অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে পিয়ারলেসের কফিনে শেষ পেরে মেরে গোল করেন সৌরিশ গোস্বামী।