দুর্দান্ত ফুটবল কলকাতা লিগের সেমিতে, অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে উঠল রেলওয়ে এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর প্রথম সেমি ফাইনালে অসাধারণ ফুটবলের নজির মিলল। জর্জ টেলিগ্রাফ ও রেলওয়ে এফসির তুল্যমূল্য খেলায় নৈহাটি স্টেডিয়ামে একেবারে জমজমাট ব্যাপার। আর এই ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয়।
দুই দলই আক্রমণ করার প্রবল চেষ্টা করে গিয়েছে, কিন্তু শেষ অবধি গোল আসেনি। আর এর জেরে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
কিন্তু অতিরিক্ত সময়ের তিন মিনিটেই গোল করে ফেলে রেলওয়ে এফসি। শুভেন্দু মান্ডির গোলে এগিয়ে যায় রেল। শেষ অবধি জর্জ টেলিগ্রাফ লড়াই করার প্রবল চেষ্টা করলেও রেলওয়ের ডিফেন্ডাররা দারুণ লড়াই দেখায়। আর শেষ অবধি প্রত্যয় দেখিয়ে ফাইনালে উঠল রেলওয়ে এফসি।