বাড়িতে ডাকাতির জেরে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন ইংরেজ উইঙ্গার রাহিম স্টার্লিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে সেনেগালের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। আর সেই ম্যাচের কয়েক ঘন্টা আগে আসে বড় খবর। ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে, তারকা উইঙ্গার রাহিম স্টার্লিং পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন।
তবে একাধিক ইংরেজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, লন্ডনে রাহিম স্টার্লিংয়ের বাড়িতে ঢুকে পড়েছিলেন দুষ্কৃতীরা। সেই সময়ে বাড়িতে ছিলেন রাহিমের স্ত্রী ও সন্তান। আর এই কারণেই দেশে ফিরেছেন স্টার্লিং, এমনটাই জানা যাচ্ছে।
এই নিয়ে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি ওর সাথে সকালে কিছুটা সময় কাটিয়েছি, কিন্তু এখন আমায় সেটি বাকিদের সাথে শেয়ার করতে হবে যাতে ও সাহায্য পায়। ও গিয়ে এই সমস্যাটি সামলাবে। আর তারপর আমরা বিষয়টি দেখে নেব।"
এদিকে সেনেগাল ম্যাচের পর ইংরেজ অধিনায়ক হ্যারি কেন বলেছেন, "আমরা ওর আর ওর পরিবারের জন্য চিন্তিত। এটি একটি ব্যক্তিগত বিষয়, তবে এটি কখনই সহজ নয় যখন আপনার এক সতীর্থ ও বন্ধু এমন পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা এক এক দিন করে বিষয়টি লক্ষ্য করব। আমি নিশ্চিত রাহিম ম্যানেজারের সাথে কথা বলে ওর আর ওর পরিবারের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেবে। সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের শুভেচ্ছা জানাই এবং আশা করি যত দ্রুত সম্ভব ওকে ফিরে পাওয়ার।"
তবে স্টার্লিং না থাকা সত্ত্বেও ইংল্যান্ড ৩-০ ফলের দাপুটে জয় পায় আফ্রিকান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। স্টার্লিংয়ের পরিবর্তে নামা ফিল ফোডেন দুটি অ্যাসিস্ট করেছেন। তবে ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে স্টার্লিং ইংরেজ দলে যোগ দিতে পারবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।