২১ শতাব্দীর শ্রেষ্ঠ বিশ্বকাপ কাতার বিশ্বকাপ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই শতাব্দীর সেরা বিশ্বকাপ কাতারেই আয়োজিত হয়েছে! তবে এই বক্তব্য কোনো তারকা ফুটবলার কিংবা ফিফার কর্তদের নয়, এই বক্তব্য গোটা বিশ্বের।
সম্প্রতি ইংল্যান্ডের সংবাদ সংস্থা বিবিসি, ২১ শতাব্দীর শ্রেষ্ঠ বিশ্বকাপ কোনটি এই বিষয় একটি ভোটিং পোল তৈরী করে। ভটিং অপশনে ছিল ২০০২ সালের জাপান/ দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং সদ্য সমাপ্ত হওয়া ২০২২ কাতার বিশ্বকাপ।
এই ভোটিং পোলে মোট ১০৩৯টি ভোট পরেছিল। যার মধ্যে কাতার বিশ্বকাপ একাই পেয়েছে ৭৮% ভোট। ৬% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ২০০২ জাপান/ দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ। তৃতীয় স্থানে রয়েছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। এই বিশ্বকাপকে শ্রেষ্ঠ মনে করেছেন ৫% মানুষ। ২০০৬ জার্মানি বিশ্বকাপ এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সংগ্রহ ৪%। সবচেয়ে কম ভোট পেয়েছে ২০১০ সালের রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপের সংগ্রহ মাত্র ৩% ভোট।
শত বিতর্কের পরেও কাতারের আয়োজন গোটা বিশ্বের মন ছুঁয়ে গেছে। যা অবশ্যই প্রশংসা জনক। প্রসঙ্গত ২০২২ বিশ্বকাপে কাতারে অপরাধের সংখ্যা খুবই কম। অপরাধির সংখ্যা প্রায় নেই বললেই চলে। পরবর্তী বিশ্বকাপগুলির আয়োজক দেশগুলি কাতার বিশ্বকাপ থেকে কতোটা শিক্ষা নেবে সেই দিকেই নজর থাকবে ফুটবল মহলের।