নতুন বছরের শুরুতেই এটিকে মোহনবাগানে আসতে চলেছেন পুইতিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী মরশুমে নয়, নতুন বছরের প্রথম দিনেই সবুজ মেরুণ জার্সিতে দেখা যাবে পুইতিয়াকে। এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় ফুটবল মহলে।
পুইতিয়ার সাথে কেরালা ব্লাস্টার্সের চুক্তির মেয়াদ বাকি ছিল আরও ৬ মাস। তাই মরশুম শেষ হলেই তাঁকে এটিকে মোহনবাগান দলে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু খবর অনুযায়ী এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার্সকে ট্রান্সফার ফি দিয়েছে, যাতে পুইতিয়াকে কেরালায় ৬ মাস অপেক্ষা না করতে হয়।
যেহেতু জুয়ান ফেরান্দোর দল চোট-আঘাতে জর্জরিত, প্রায় অর্ধেক দল নিয়ে লড়তে হচ্ছে আইএসএলে, তাই ট্রান্সফার ফি দিয়ে ভারতীয় এই মিডফিল্ডারকে তড়িঘড়ি নিয়ে আসা হচ্ছে সবুজ মেরুন দলে।
গর দুই মরশুমে পুইতিয়া কেরলের এই দলের হয়ে দাপিয়ে খেললেও এই মরশুমে তিনি সেভাবে খেলার সুযোগ পাননি। ইউক্রেনের ইভান কালিউঝিনির উপরেই ভরসা রাখছেন কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকোমানোভিচ।
তবে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার এটিকে মোহনবাগান দলে এলে লাভ হবে ফেরান্দোরই। সবুজ মেরুণ দলের মাঝমাঠে ফিরবে ভারসাম্য।