বিশ্বকাপের পর লিওনেল মেসির ভাগ্য নির্ধারণ করবে পিএসজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মাইনের সভাপতি নাসের আল খেলাফি জানিয়েছেন যে বিশ্বকাপের পর ক্লাব মেসিকে নিয়ে সিদ্ধান্ত নেবে। মেসি এখন এই বিশ্বকাপ কাঁপাচ্ছেন, এখনও অবধি তিনটি গোল করেছেন আর্জেন্টিনার হয়ে। ৩৫ বছর বয়সী এই মহাতারকাকে নিয়ে ভাবছে পিএসজি।
সম্প্রতি একটি সূত্র থেকে জানা যায় যে মেসি বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন। ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামও জানিয়েছিলেন যে তিনি মেসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে দেখতে চান।
কিন্তু নাসের আল খেলাফিকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কি মেসিকে ধরে রাখতে ইচ্ছুক? তিনি জানান যে, "অবশ্যই। মেসি এই মরশুম অসাধারণ খেলেছেন আমাদের হয়ে। উনি প্রচুর গোল করেছেন এবং করিয়েছেন দেশ আর ক্লাবের হয়ে। তাই আমারা উভয় পক্ষে ঠিক করেছি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে আমরা বসব। আমরা দুজনেই একে অপরের উপর খুব সন্তুষ্ট রয়েছি।"
পিএসজির মালিক খেলাফিকে মার্কাস র্যাশফোর্ডের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন যে, "এই মুহূর্তে ওর সঙ্গে কথা বলা ঠিক হবে না। যদি ও ফ্রি এজেন্ট হয় আমরা ওর সাথে কথা বলব। কিন্তু এখন আমার মনে হয় ওকে বিশ্বকাপে ফোকাস করতে দেওয়া উচিত। তারপর জানুয়ারিতে যদি আমরা আগ্রহী হয় ওর সাথে কথা বলব।"