লিওনেল মেসির আগমণে সোশ্যাল মিডিয়ায় দারুণ লাভ পিএসজির, এক দিনে ২০ লক্ষ অনুগামীর ভিড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্ভবত ফুটবল ইতিহাসের সব থেকে বড় দলবদল ঘটিয়ে ফেলল প্যারিস সেইন্ট জার্মেইন। এফসি বার্সিলোনা থেকে লিওনেল মেসিকে দুই বছরের চুক্তিতে সই করল পিএসজি। প্রতি বছর ৩৫ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন মেসি। এছাড়া ২০২৪ অবধি চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে মেসি ও পিএসজির।
তবে এই আগমণের পর সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় উঠেছে। পিএসজির সকল সোশ্যাল মিডিয়া পেজে অনুগামীদের সংখ্যা বেড়েই চলেছে। দেখা গিয়েছে, গত ২৪ ঘন্টায় অন্তত ২০ লক্ষ অনুগামী বেড়েছে পিএসজির। এদিকে গত শুক্রবার থেকে, ফেসবুকে দুই লক্ষ নতুন লাইক পড়েছে পিএসজির পেজে। এবং টুইটারে পিএসজির একাধিক ভাষার পেজগুলিতেও অনুগামীর সংখ্যা বেড়েছে। এমনকি, পিএসজির স্প্যানিশ পেজটি যেখানে প্রতিদিন ৬০০ নয়া অনুগামীর প্রবেশ ঘটত, শুক্রবার থেকে সেখানে ৮৫০০ নয়া অনুগামী হয়েছে।
আর এক্ষেত্রে পুরোনো সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসে আগমণের আগমণের ঘোষণার দিনে জুভেন্টাসের সোশ্যাল মিডিয়ায় নতুন করে ২৪ লক্ষ অনুগামীর আগমণ ঘটেছিল।
শুধু পিএসজি নয়, মেসির আগমণে দারুণ লাভবান হবে সম্প্রচারকারীরা। ফরাসি ফুটবলের সম্প্রচারের অধিকার রয়েছে অ্যামাজন, ক্যানাল প্লাস ও আরএমসি স্পোর্ট। ২০২৪ অবধি চুক্তিবদ্ধ থাকলেও এবার সম্প্রচারে আরও বেশি অর্থ আসতে চলেছে সম্প্রচারকারীদের ঘরে।