ওয়েল ক্লাসিকোতে ম্যান সিটিকে হারাল পিএসজি, নয়া জার্সিতেও ম্যাজিক অব্যাহত মেসির

প্যারিস সেইন্ট জার্মেইন - ২ (ইদ্রিসা গেয়ে, লিওনেল মেসি)
ম্যানচেস্টার সিটি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এল ক্লাসিকো, ডার্বি ক্লাসিকের - এরকম অনেক শব্দবন্ধের উল্লেখ আছে ফুটবলের বড় বড় ম্যাচের ক্ষেত্রে। কিন্তু বিগত কয়েক বছর ধরে নয়া এক শব্দবন্ধ ভেসে আসছে, যা হল ওয়েল ক্লাসিকো, এবং এটি প্রযোজ্য হয় পিএসজি বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচে। আসলে এই দুই ক্লাবের মালিক হলেন যথাক্রমে কাতারের নাসের এল খেলাইফি ও সংযুক্ত আরব আমিরশাহির শেখ মানসৌর। এবং এই দুই দেশ নিজেদের খনিজ তেলের জন্য বিপুল ধনী, ফলে এই শব্দবন্ধের উল্লেখ এসেছে।
তবে ইদানিং সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের সই করিয়ে নিঃসন্দেহে ক্লাসিকোর সম্মান অর্জন করেছে এই ম্যাচটি। আর লিওনেল মেসির আগমণে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে হারাল পিএসজি।
একেবারে শুরুতেই গোল হজম করে ম্যান সিটি। ডানদিক থেকে কিলিয়ান এমবাপ্পে বল পেয়ে বক্সে ক্রস বাড়ান, কিন্তু সেই বল থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার, তবে বলটি পেয়ে গোল করতে ভুল করেননি ইদ্রিসা গেয়ে। আট মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এরপর ৭০ মিনিটে এমবাপ্পের সাথে ওয়ান-টু খেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে পিএসজি জার্সিতে নিজের প্রথম গোল করলেন লিওনেল মেসি।
তবে ম্যান সিটিও প্রচুর সুযোগ হাতছাড়া করেছে। ২৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেডার বারে লাগে, যার রিবাউন্ডে মাত্র দুই গজ থেকে গোল করতে ব্যর্থ হন বার্নান্ডো সিলভা। একাধিকবার আক্রমণে উঠলেও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় সিটি। আর এর জেরে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে নেয় পিএসজি।