সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারত

এক্সট্রা টাইম অয়েব ডেস্কঃ রবিবার ভারতের সোনার ঝিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এই টুর্নামেন্ট জিতলে ভারতের এটি হবে সাফ বয়সভিত্তিক পুরুষ ফুটবল টুর্নামেন্টে তাদের রেকর্ড-সম্পৃক্ত ১০ম শিরোপা। ভারত এর আগে অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ টুর্নামেন্টে দুইবার করে এবং অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ টুর্নামেন্টে একবার করে শিরোপা জিতেছে। প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেজ এই টুর্নামেন্টে ইতোমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন এবং এবার তার চতুর্থ শিরোপার লক্ষ্যে মাঠে নামবেন।
বাংলাদেশ ভারতের পরিচিত প্রতিপক্ষ। দুই দল এর আগে চারটি সাফ বয়সভিত্তিক ফাইনালে মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত। গত বছর সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালেও বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে গোল করেছিলেন মোহাম্মদ আরবাস ও মোহাম্মদ কাইফ—দু’জনেই বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছে ভারত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নেপালকে যথাক্রমে ৮-০ ও ৪-০ গোলে হারানোর পর সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে ব্লু কল্টসরা।
স্থানীয় দর্শকদের ভূয়সী প্রশংসা করেছেন কোচ ফার্নান্দেজ ও অধিনায়ক সিংগামায়ুম শামি। বিশেষ করে বৃষ্টিভেজা সেমিফাইনালে দর্শকদের উপস্থিতি তাদের মুগ্ধ করেছে।
ফার্নান্দেজ বলেন, “গতকাল আমরা দেখলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এত মানুষ গ্যালারিতে ছিল এবং কেউই স্টেডিয়াম ছেড়ে যায়নি। তারা শেষ পর্যন্ত আমাদের সমর্থন করেছে, এটা অসাধারণ অনুভূতি। আমি চাই, তারা যেন আগামীকালও ফিরে আসে। আমরা মাঠে আমাদের সেরাটা দেব এবং কিছুই বাকি রাখব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটা একটি ভালো ম্যাচ হবে এবং আগের তিন ম্যাচের মতোই দর্শকদের আনন্দ দেব।”
মালদ্বীপের বিপক্ষে ম্যাচসেরা হওয়া মিডফিল্ডার শামি বলেন, “অরুণাচলের মানুষ ফুটবলকে সত্যিই ভালোবাসে। এত দর্শক আমাদের সমর্থনে আসছে দেখে আমরা খুব খুশি। খেলোয়াড় হিসেবে আমরা গর্বিত যে এমন দর্শকের সামনে খেলতে পারছি। আমরা ফাইনালের জন্য প্রস্তুত এবং আগামীকাল নিজেদের সবকিছু উজাড় করে দেব।”