ডার্বির উন্মাদনা নিয়ে এবার পাঠান সিনেমার এই দৃশ্য তুলে ধরলেন প্রীতম কোটাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার চলতি আইএসএলের কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। যদিও সমর্থকমহলে এই ডার্বিকে ঘুরে উৎসাহ তুলনামূলক কম, তবুও বড় ম্যাচকে ঘিরে উত্তাপ থাকবেই চিরন্তন।
এই পরিস্থিতিতে বড় ম্যাচের ঐতিহ্য ও উত্তেজনা নিয়ে এবার সুন্দর একটি পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল। আর সেই পোস্টে তুলে ধরা হয়েছে শাহরুখ খানের সুপারহিট সিনেমা পাঠানের একটি বিশেষ সিনকে।
পাঠান সিনেমার একটি সিন রয়েছে, যেখানে শাহরুখ খান ও সলমন খান এক সাথে বসে আলোচনা করছিলেন, ৩০ বছর ধরে এই কাজ করার পর এবার একটু বিরতি নেওয়া দরকার। তখন সলমন বলেন যে আমাদের ছাড়া আছেই বা কে! এবার এই সিনকে ধরেই ডার্বির উন্মাদনা ও ঐতিহ্যকে তুলে ধরেছেন প্রীতম কোটাল।
যেখানে বলা হয়েছে, ১০০ বছর ধরে এই বড় ম্যাচ হয়েছে, কিন্তু তাদের পরিবর্তন করার মত কেউ নেই। ফলে ছোটদের কাঁধে এই দায়িত্বভার না দিয়ে নিজেদেরই এই ঐতিহ্য চালিয়ে যেতে হবে।
এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে এক ঘন্টার মধ্যে দেড় হাজারের বেশি রিয়্যাকশন ও ১৭০ এর বেশি শেয়ার হয়ে গিয়েছে। শুধু মোহনবাগান সমর্থকরা নন, ইস্টবেঙ্গল সমর্থকরাও প্রশংসা করেছেন এই পোস্টের।
এটিকে মোহনবাগানের ডিফেন্সের অন্যতম বড় স্তম্ভ প্রীতম। এর আগে অসংখ্য বড় ম্যাচ খেলেছেন তিনি। চলতি আইএসএলে ডার্বিতে এখনও অপরাজিত প্রীতম ও এটিকে মোহনবাগান। আর সেই অপরাজয়ের ধারাকে বয়ে নিতে চাইবেন প্রীতম কোটাল।