নাসাফের শক্তি জানে এটিকে মোহনবাগান, ডিফেন্সের ভরসা না থাকায় চিন্তা নেই, বার্তা প্রীতম কোটালের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে দুর্দান্ত প্রস্তুতি নিচ্ছে এটিকে মোহনবাগান। উজবেকিস্তানের কারসি স্টেডিয়ামে দুই দিনের অনুশীলন সারার পর চুড়ান্ত একাদশ বাছবেন কোচ আন্তোনিও হাবাস।
তবে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালে নামা এটিকে মোহনবাগানের প্রথম একাদশে নিশ্চিতভাবে থাকবেন ডিফেন্সের বড় ভরসা প্রীতম কোটাল। সন্দেশ ঝিঙ্গান না থাকায় অনেকটা বড় দায়িত্ব সামলাতে হবে দলের সিনিয়র খেলোয়াড় প্রীতমকে। আর ম্যাচের আগে এটিকে মোহনবাগান মিডিয়াকে বেশ ইতিবাচক বার্তাই দিলেন প্রীতম।
উজবেকিস্তানের ক্লাব এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগানকে কোন দিকগুলি শুধরাতে হবে? এর জবাবে প্রীতম বলেন, "গ্রুপ লিগে যে দলগুলির বিরুদ্ধে আমরা খেলেছি তারাও শক্তিশালী ছিল। আমরা ওদের হারিয়েই নক আউট পর্বে এসেছি। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ যে নাসাফ আমাদের অঞ্চলের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ। আমরা কোনও ব্যক্তির উপর নির্ভর করে খেলি না, আমরা দল হিসেবে খেলি।"
"এই কারণে, আমি বলতে পারব না কোন পজিশনে আমাদের উন্নতি করতে হবে। নাসাফকে হারানো সম্ভব যখন আমরা একটি দল হিসেবে দ্রুত উন্নতি করব। আমাদের কোচ সেভাবেই অনুশীলন করাচ্ছেন।"
নাসাফের শক্তি নিয়ে প্রীতম বলেন, "নাসাফের মিডফিল্ড খুব শক্তিশালী। ওদের উইংপ্লে খুব ভালো। এই দুটিই আসল শক্তি এই উজবেক ক্লাবের জন্য। আমাদের এগুলি আটকাতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা এক একটি ম্যাচ ধরে চলতে চাই। আমরা সবাই জানি আমরা ভারতের সেরা ক্লাব। আমরা ১০০ শতাংশ ইতিবাচক জেতার জন্য যেভাবে আমরা অনুশীলন করেছি।"
গত মরশুম রাইট ব্যাক খেলা প্রীতমকে এখন সেন্টার ব্যাকে খেলতে হবে, সৌজন্যে সন্দেশের অনুপস্থিতি। এই নয়া চ্যালেঞ্জ নিয়ে প্রীতমের বার্তা, "সকলেই আমায় একজন রাইট ব্যাক হিসেবে চেনেন। এটাই জাতীয় দলে আমার স্থান। কিন্তু শুরুতে আমি স্টপার হিসেবে খেলতাম। যখন আমি জাতীয় যুব দলে খেলতাম, তৎকালীন জাতীয় কোচ কলিন টোল আমায় রাইট ব্যাকে খেলাতেন। যখন আমি ইন্ডিয়ান অ্যারোজে খেলতাম, তখন আমি সব পজিশনে খেলতাম। তাই আমার কোনও অসুবিধা নেই রাইট ব্যাক বা সেন্টার ব্যাকে খেলতে।"
"কোচ হাবাস আমায় প্রতিনিয়ত ভরসা দেন। সন্দেশ এখানে নেই কিন্তু আমি স্টপার হিসেবে খেলেছি যখন সন্দেশ দলে ছিল। আমার মনে হয় আমায় প্রতিদিন উন্নতি করতে হবে দলে নিয়মিত খেলার জন্য। আমি সেটার চেষ্টা করব। আর আধুনিক ফুটবলে, একজনকে ভিন্ন পজিশনে খেলার কায়দা শিখতে হয়।"
গত দুই বছরে ডিফেন্সের ভরসা তিরি ও সন্দেশকে পাচ্ছে না এটিকে মোহনবাগান। গ্রুপ পর্যায়েও ডিফেন্সে সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রীতম বলেছেন, "সত্যি বলতে গেলে, আমাদের ডিফেন্স কম্বিনেশনে তেমন কোনও পরিবর্তন হয়নি। আমরা দল হিসেবে খেলি। আমাদের বেশিরভাগ ফুটবলার রয়েছে এখানে। তবুও, কোচ আমাদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন ডিফেন্স সাজানোর ক্ষেত্রে। আমি বলছি যে আমাদের ডিফেন্স নিজেদের সেরা খেলাটা খেলবে নাসাফের বিরুদ্ধে। কোনও সমস্যা হবে না।"
শেষে নাসাফের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের স্ট্র্যাটেজি নিয়ে প্রীতম বলেছেন, "কোচ এখনও আমাদের বলেননি কেমন খেলতে হবে। স্ট্র্যাটেজি নিয়ে কোনও আলোচনা হয়নি। কিন্তু আমরা তৈরি প্রতিটি বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রাখতে। আমরা ১২০ মিনিট মাথায় রেখে খেলব, আমাদের ভারসাম্যযুক্ত ফুটবল খেলতে হবে। যেহেতু এটি নকআউট ম্যাচ, ফলে আমাদের সমস্ত রাস্তা খুলে রাখতে হবে। এই টুর্নামেন্ট আমাদের মত ভারতীয় ফুটবলারদের কাছে সেরা মঞ্চ নিজেদের প্রতিষ্ঠা করার জন্য। ইতিহাস গড়ে উঠবে যদি এই দল জেতে। আমাদের সেই ক্ষমতা রয়েছে।"