কেক কেটে শ্যাম্পেন উড়িয়ে বৌভাত সারলেন প্রীতম কোটাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মোহনবাগান ক্যাপ্টেন বলে কথা। প্রীতম কোটালের বিয়ে হয়ে গেছে বেশ কয়েকদিন আগে, রবিবার ছিল রিসেপশন। শহরের এখন অভিজাত বিয়ের ঠিকানা ইকোপার্ক। সেখানে তালকুটির কনভোকেশন সেন্টারে রিসেপশন এর আয়োজন ছিল।
প্রীতম কোটাল আর সোনেলার এমনই এক হাইপ্রোফাইল বিয়ে, যেখানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিসেপশনের অনুষ্ঠানে হাজির ছিলেন না কারা! শহরের খেলাধুলার সঙ্গে জড়িত সমস্ত নামিদামী মানুষ উপস্থিত ছিলেন নব দম্পতিকে আশীর্বাদ জানাতে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, ফেডারেশন সচিব সাজি প্রভাকরন, মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত সহ প্রাক্তন বর্তমান অসংখ্য ফুটবলার। দীপেন্দু বিশ্বাস, সত্যজিৎ চ্যাটার্জী, সন্দীপ নন্দীর মত প্রাক্তন ফুটবলাররা উপস্থিত ছিলেন।
সেই সঙ্গে বর্তমান ফুটবলারদের মধ্যে জনি কাউকো, কিয়ান নাসিরি, সস্ত্রীক শুভাশিস বসু, ফারদিন আলী মোল্লা, দীপক টাংরি , মহম্মদ রফিক, সস্ত্রীক সৌভিক চক্রবর্তী, অভিলাষ ঘোষ, অঙ্কিত মুখার্জিরা উপস্থিত ছিলেন।
রবিবাসরীয় সন্ধ্যার জমজমাট পার্টিতে দেদার খাওয়া দাওয়ার আয়োজন ছিল। নবদম্পতি কেক কাটলেন, শ্যাম্পেন ওড়ালেন, সেই সঙ্গে ধুম নাচলেন। প্রীতম সোনেলার নাচে অংশ নিলেন প্রীতমের সতীর্থরা। ক্যাপ্টেনের বিয়ে বলে কথা, ফ্লোরে আগুন জ্বলবেই।