ড্যানিশ রুপকথা বনাম চেক ম্যাজিক - আন্ডারডগদের এই লড়াইয়ে মজে ফুটবল বিশ্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে কোনও হেভিওয়েট লড়াই নয়, বরং সত্যিকারের দুর্দান্ত ফুটবলের স্বাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র। এবং এই দুই অত্যন্ত বড় মাপের দেশ বাকুর মাঠে আগুন ঝরাতে প্রস্তুত।
শেষ ষোলো রাউন্ডে ম্যাথিয়াস ডে লিটের লাল কার্ডে অসহায় হয়ে পড়া নেদারল্যান্ডকে কার্যত ধ্বংস করে দিয়ে আসে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে কোয়ার্টারের টিকিট বুক করে ডেনমার্ক। এমন অবস্থায় প্রশ্ন হল, কোন দল করবে বাজিমাত।
ডেনমার্কের খেলার বিষয়ে বলতে গেলে, প্রচন্ড আক্রমণাত্মক একটি দল হিসেবে উঠে এসেছে। এবারের ইউরোয় সর্বাধিক সুযোগ তৈরি করেছে ড্যানিশরা। দুরন্ত প্লেমেকার ক্রিশ্চিয়ান এরিকসনের বিদায় সত্ত্বেও কোনও অসুবিধা হয়নি ডেনমার্কের। বরং তাদের ৩-৪-৩ ফর্মেশনে ড্যানিয়েল ওয়াস ও জোয়াকিম মাহেলের মত দুই উইং ব্যাক গতির মাধ্যমে বেশ আক্রমণ গড়ে তোলেন।
তবে ডেনমার্কের মাথাব্যাথা হল ফরোয়ার্ড নিয়ে। দুরন্ত ফর্মে রয়েছেন ক্যাসপার ডোলবার্গ, এদিকে চোট সারিয়ে ফিরেছেন তারকা ফরোয়ার্ড ইউসুফ পৌলসেন। এমন অবস্থায় মার্টিন ব্যাথওয়েটের সঙ্গী কে হবেন, এটি নিয়ে চিন্তা রয়েছে। তবে ডিফেন্সে আন্দ্রেস ক্রিশ্চেনসেন, জানিক ভেস্টেরগার্ড ও অধিনায়ক সাইমন কারের ত্রয়ীকে ভাঙবে না ডেনমার্ক।
এদিকে চেক প্রজাতন্ত্রের শক্তি হল তাদের ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল। উইং থেকে লুকাস মাসোপুস্ত ও পিটার সেভচিকের ক্রিয়েটিভিটি থেকে আক্রমণে এগিয়ে আসবে চেকরা। এদিকে ডিফেন্সে জান বোরিলের আগমণে আরও শক্তিশালী হবে চেকরা। ওন্দ্রেজ সেলুস্টকা, টমাস কালাস ও ভ্লাদিমির কৌফালের সাথে বোরিল বেশ শক্তি যোগাবে চেক ডিফেন্সে।
তবে বড় কাজ হবে অ্যাটাকিং মিডফিল্ডার আন্তোনিন বারাকের, যিনি সেট পিস সহ ফরোয়ার্ড প্যাট্রিক সিককে বল সাপ্লাইয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবেন। এদিকে ডিফেন্সে স্ক্রিন হিসেবে টমাস সুসেকের বড় ভূমিকা থাকবে।
এর আগে ১২ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ, যেখানে কার্যত সমানে সমানে রয়েছে ফল। ডেনমার্ক জিতেছে দুইটি, অন্যদিকে চেকরা জিতেছে তিনটি। বাকি সাত ম্যাচ ড্র হয়েছে। যদিও শেষ ছয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপরাজিত ডেনমার্ক।