এএফসি কাপের গ্রুপ পর্বে গোল না খাওয়া নাসাফকে হারাবে মেরিনার্সরা? দেখে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উজবেকিস্তানের কারশিতে এফসি নাসাফের বিরুদ্ধে এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনালে নামবে এটিকে মোহনবাগান। গত মরশুমে উজবেকিস্তান সুপার লিগের রানার্স আপের বিরুদ্ধে গত মরশুমের আইএসএলের রানার্স আপ - লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়।
তবে এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামছে উজবেক দল নাসাফ। এর আগে এএফসি কাপ জেতা নাসাফ ইতিমধ্যেই নিজেদের লিগ খেলা শুরু করে দিয়েছে, যেখানে তারা চতুর্থ স্থানে রয়েছে। এছাড়া গ্রুপ পর্বে একটিও গোল খায়নি নাসাফ, এবং নয়টি গোল করেছে।
নাসাফের সব থেকে বড় শক্তি হলেন স্ট্রাইকার আন্দ্রিজা কালুজেরোভিচ। এর আগে আইএসএলে দিল্লি ডায়নামোজের হয়ে খেলা ৩৪ বছরের এই ক্রোয়েশীয় ফরোয়ার্ড চলতি এএফসি কাপে দুই ম্যাচে তিন গোল করেছেন। অধিক উচ্চতাসম্পন্ন ও শারীরিক শক্তিযুক্ত এই ফরোয়ার্ডকে আটকাতে বেশ কঠিন হবে এটিকে মোহনবাগানের জন্য।
এদিকে তিরি ও হুগো বৌমোসকে ছাড়াই নামতে হবে এটিকে মোহনবাগানকে। তবে বড় খবর হল, দলে যুক্ত হয়েছে ইউরো খেলা মিডফিল্ডার জনি কাউকো। এছাড়া প্রবীর দাস ও মাইকেল সুসাইরাজ ফিরেছেন। তবে প্রীতম-ম্যাকহিউ-শুভাশিসের ত্রয়ীকে গ্রুপ পর্বের যাবতীয় ভুলগুলিকে শুধরে মাঠে নামতে হবে। আর সেই কারণে দুবাইয়ে আট দিনের প্রস্তুতি শিবির সেরে এসেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
তবে এটিকে মোহনবাগানের ভরসা হবে রয় কৃষ্ণা। ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংকে নিয়ে আক্রমণের ত্রিফলায় নামবেন কৃষ্ণা। এছাড়া লিস্টন কোলাসো নিজের গতিকে ব্যবহার করে সমস্যায় ফেলতে পারেন নাসাফের ডিফেন্সকে।
এফসি নাসাফের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, মনবীর সিং, জনি কাউকো, লেনি রডরিগেজ, মাইকেল সুসাইরাজ, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা (অধিনায়ক)। (ফর্মেশন - ৩-৪-১-২)