নয়া যুগের সন্ধিক্ষণে মেসি-র্যামোসহীন এল ক্লাসিকো! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপার সানডের আরও একটি মহারণ দেখতে চলেছে ক্রীড়াবিশ্ব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সিলোনা মুখোমুখি হবে। এই দুই দলই নয়া যুগের সন্ধিক্ষণে রয়েছে। রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ৭.৪৫ এ এই ম্যাচ শুরু হবে।
এক দিকে লিওনেল মেসির বিদায়ে এফসি বার্সিলোনা নতুনভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে, অন্যদিকে সের্জিও র্যামোস-রাফায়েল ভারানের বিদায়ের পর এক প্রত্যয়ী রিয়াল মাদ্রিদ নামবে। লা লিগার ক্ষেত্রে বলতে গেলে, দুই দলের ফর্মই তেমন ধারাবাহিক নয়।
বর্তমানে লিগ টেবিলে সপ্তম স্থানে ধুঁকছে রোনাল্ড কোয়েম্যানের দল, তবে সদ্য দুটি ম্যাচে দুরন্ত জয়ে মনোবল অনেকটাই বেড়েছে বার্সিলোনার। এদিকে আন্তর্জাতিক বিরতির আগে শেরিফ ও এস্পানিয়লের কাছে হেরে অস্বস্তিতে ছিল রিয়াল। কিন্তু চ্যাম্পিয়নস লিগে শাখতার ডোনেতস্ককে ৫-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে কার্লো আনসেলোত্তির দল।
তবে এই ম্যাচে নামার আগে অস্বস্তিতে রয়েছে বার্সিলোনা। প্রথম একাদশের ছয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনিশ্চিত। পায়ে চোটের কারণে অনুশীলনে নামেননি জর্ডি আলবা। এছাড়া পেদ্রি, রোনাল্ড আরাউজো, উসমান ডেম্বেলে, মার্টিন ব্র্যাথওয়েট ও মৌসা ওয়াগ চোটে ভুগছেন। যার জেরে আলবা ছাড়া এই পাঁচ খেলোয়াড় নামবেন না এল ক্লাসিকোয়।
ফলে চোট নিয়েই নামতে পারেন জর্ডি আলবা, এদিকে আর এক উইং ব্যাকে খেলবেন সের্জি রবের্তো। এছাড়া দুই ডিফেন্ডার হবেন পিকে ও এরিক গার্সিয়া। মাঝমাঠে পেদ্রির জায়গাটি নিতে পারেন আর এক তরুণ গাভি। এছাড়া সের্জিও বুসকেটস ও ফ্রেঙ্কি ডি জং মাঝমাঠ সামলাবেন। আর আক্রমণে তরুণ উইংব্যাক সের্জিনো ডেস্টকে খেলিয়ে চমক দিতে পারেন কোয়েম্যান, আর আনসু ফাতি ও মেম্ফিস ডিপে আক্রমণে নেতৃত্ব দেবেন।
এদিকে চোট আঘাতে অস্থির রিয়াল মাদ্রিদও। ড্যানি সেবায়োস ও গ্যারেথ বেল খেলবেন না এই ম্যাচে। এদিকে শাখতার ম্যাচে করিম বেঞ্জেমার চোটও ভাবাচ্ছে আনসেলোত্তিকে, যেহেতু অনুশীলনে নামেননি ফরাসি ফরোয়ার্ড। তবে চোট নিয়েই নামতে পারেন বেঞ্জেমা।
এদিকে ইডেন হ্যাজার্ডকে বেঞ্চে রেখে নামতে দুই উইংয়ে আক্রমণ সামলাবেন ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো। এদিকে মাঝমাঠে লুকা মদ্রিচ, টনি ক্রুস ও ক্যাসেমিরোই খেলবেন। যদিও ডিফেন্সে সমস্যা থাকবে রিয়ালের। চোট সারিয়ে ফিরছেন ফেরল্যান্ড মেন্ডী, এদিকে ডিপ ডিফেন্স সামলাবেন এডের মিলিটাও ও ডেভিড আলাবা, আর রাইট ব্যাকের দায়িত্ব সামলাবেন নাচো।
এফসি বার্সিলোনার সম্ভাব্য একাদশ - মার্ক আন্দ্রে টের স্টেগেন, সের্জি রবের্তো, জেরার্ড পিকে, এরিক গার্সিয়া, জর্ডি আলবা, ফ্রেঙ্কি ডি জং, সের্জিও বুসকেটস, গাভি, আনসু ফাটি, মেম্ফিস ডিপে, সের্জিনো ডেস্ট।
রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একাদশ - থিবো কুর্তোয়া, নাচো, এডের মিলিটাও, ডেভিড আলাবা, ফেরল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, রড্রিগো, করিম বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়র।