পর্তুগালের দায়িত্ব নিয়েই রবার্টো মার্তিনেজ জানিয়ে দিলেন রোনাল্ডোর ভবিষ্যৎ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্বকাপের কয়েকটি ম্যাচে শুরু থেকে দেখা যায়নি। তার ওপর বিশ্বকাপে ব্যর্থতার জের পর্তুগালের, তার জেরেই এবার কোচ ফার্নান্ডো স্যান্টোসকে সরিয়ে দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা থেকে শুরু করে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর পরীক্ষা নিরীক্ষার জন্যই পর্তুগালকে হারতে হয়েছে বলে অভিযোগ সমর্থকদের। তাঁর জায়গায় এবার রোনাল্ডোদের নতুন হেডস্যার হয়েছেন বেলজিয়ামের প্রাক্তন কোচ রবার্টো মার্তিনেজ। সোমবার তাঁকে নতুন ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে ।
দায়িত্ব নিয়েই তিনি জানিয়ে দিলেন রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে। সিআর সেভেন -এর ভবিষ্যৎ কী তা তিনি তাঁর সঙ্গে বসেই সিদ্ধান্ত নেবেন। সাংবাদিক বৈঠকে পর্তুগালের নতুন কোচ মার্তিনেজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শেষ বিশ্বকাপে যে ২৬ জন প্লেয়ার ছিলেন তাদের সবার সঙ্গে আমি যোগাযোগ করব। ক্রিশ্চিয়ানো আছেন সেই তালিকায়।"
"আমি রোনাল্ডোর সঙ্গে আলোচনায় বসব ও আলোচনা করব ওর ভবিষ্যৎ নিয়ে।" পর্তুগালের হয়ে রোনাল্ডো সবথেকে বেশি ম্য়াচ খেলেছেন ও সবথেকে বেশি গোল করেছেন। তাঁর গোল সংখ্যা ১১৮। বর্তমানে রোনাল্ডোর ভবিষৎ কি হতে চলেছে তাঁর জন্য অপেক্ষা করতেই হবে সকলকে।