রোনাল্ডো বিতর্কের নয়া মোড়, এবার মাঠে নামলো পর্তুগিজ ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপ ইতিমধ্যে অর্ধ সম্পন্ন। ৩২ টি দেশ থেকে সেরা ৮ টি ফুটবল দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এই ৮ টি দলের মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। রাউন্ড অফ ১৬ তে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হতে চলেছে এই বিশ্বকাপের জায়েন্ট কিলার মরক্কো।
এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার পর্তুগাল মাঠে গোলের বন্যা বইয়ে দিলেও দলের প্রধান তারকা তথা ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো বিতর্ক ও সমালোচনায় জর্জরিত। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল। দ্বিতীয় ম্যাচে তার হেডে করা গোল প্রযুক্তির সাহায্যে জানা যায় যে গোলটি পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজের। তৃতীয় ম্যাচে তার গায়ে লেগে বল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের পায়ে গেলে তারা গোল করে যায়। সব শেষে রাউন্ড অফ ১৬ তে দলের প্রথম একাদশে স্থান না পাওয়া।
রিজার্ভ বেঞ্চে থাকার কারণে ইতিমধ্যেই তিনি শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়ার বিদ্রুপের এর পাশাপাশি বিশ্বজুড়ে বেশ কিছু সংবাদ মাধ্যমের তাকে নিয়ে মিথ্যে রটানো তথ্যে তার প্রতি সমালোচনার ঝড় কয়েকশো গুণ বেড়ে যায়। তিনি নাকি কোচ সান্টোসের সাথে ঝামেলা করেছেন, তাঁর পরিবর্তে প্রথম একাদশে খেলা র্যামোসের গোলে তিনি সেলিব্রেশন করেননি ইত্যাদি বিভিন্ন তথ্য সামনে আসতে থাকে।
তবে সম্প্রতি একটি খবর রটে যায় যে প্রথম দলে জায়গা না হওয়ায় ক্রিশ্চিয়ানো বিশ্বকাপ চলার মাঝেই দল ছেড়ে বেড়িয়ে যেতে চলেছেন। এমন চাঞ্চল্যকর খবরের পরেই ক্ষেপে যান ফুটবল মহলের এক বড় অংশ।
তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে পর্তুগিজ ফুটবল ফেডারেশন একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয় যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ফার্নান্ডো সান্তোসের মধ্যে কোনো বিবাদ হয়নি এবং রোনাল্ডো কাতারে পর্তুগাল দল ছেড়ে বেড়িয়ে যাওয়ার হুমকি দেননি।
মাঠের বাইরে যতই সমালোচনা চলুক, পর্তুগাল দল যে আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন তা বলাই যায়।