রোনাল্ডোর মঞ্চে নায়ক গোন্সালো, সুইসদের উড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

পর্তুগাল - ৬ (গোন্সালো র্যামোস - ৩, পেপে, রাফায়েল গুইরেরো, রাফায়েল লিয়াও)
সুইজারল্যান্ড - ১ (ম্যানুয়েল আকাঞ্জি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টিম লিস্ট যখন ঘোষণা হয়, তখন প্রথম একাদশে একজনকে না পেয়ে হতবাক হয় গোটা ফুটবল বিশ্ব। সেই নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনকে ছাড়া বিশ্বকাপের নকআউটে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কি অতি বড় ঝুঁকি নিলেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস?
সেই ঝুঁকিকে যথার্থ প্রমাণ করলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড গোন্সালো র্যামোস। একটি-দুটি নয়, হ্যাটট্রিক করে দেশকে কোয়ার্টার ফাইনালে তুললেন গোন্সালো। সুইজারল্যান্ডের বিরুদ্ধে কার্যত ছেলেখেলা করল পর্তুগাল দল।
১৭ মিনিটে থ্রো থেকে বল পেয়ে জোয়াও ফেলিক্স পাস বাড়ান গোন্সালোকে, যিনি টপ লেফট কর্নারে দুরন্ত শটে গোল করেন। এরপর ৩৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের কর্নারে হেড করে গোল করেন পেপে। আর এভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে পর্তুগাল। ৫১ মিনিটে দিওগো ডালোটের ক্রসে আবারও গোল করেন গোন্সালো। এর চার মিনিট পরে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোন্সালো পাস বাড়ান রাফায়েল গুইরেরোর কাছে, যিনি গোলার মত শটে গোল করেন।
তবে ৫৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি গোল করে সুইজারল্যান্ডকে কিছুটা আশা যোগান। কিন্তু পর্তুগাল ধ্বংসযজ্ঞ চালাতেই থাকে। ৬৭ মিনিটে জোয়াও ফেলিক্সের পাসে গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন গোন্সালো।
এরপর ৭৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং নেমেই আক্রমণে ঝড় তোলেন রোনাল্ডো। একবার গোলে বল জড়ালেও সেটি অফসাইড হয়। শেষে ইঞ্জুরি টাইমে দুর্ধর্ষ গোল করে পর্তুগালের দাপুটে জয় সম্পন্ন করেন রাফায়েল লিয়াও।