থ্রিলার দ্বিতীয়ার্ধে নাভিঃশ্বাস তুলে দেওয়া ঘানাকে হারিয়ে দিল পর্তুগাল

পর্তুগাল - ৩ (ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - পেনাল্টি, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও)
ঘানা - ২ (আন্দ্রে আইয়ু, ওসমান বুখারি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আরও এক দুর্দান্ত ম্যাচের স্বাক্ষী থাকল এবারের ফুটবল বিশ্বকাপ। স্টেডিয়াম ৯৭৪ এ অসাধারণ এক থ্রিলার ম্যাচে ঘানাকে হারিয়ে দিল পর্তুগাল। তবে ইউরোপের অন্যতম হেভিওয়েট দলের বিরুদ্ধে যে লড়াই দেখাল এবারের বিশ্বকাপের সব থেকে নিম্ন র্যাঙ্কের দেশ, তা সত্যিই অনবদ্য।
তবে প্রথমার্ধের খেলা কিছুটা নিস্তেজ ছিল বলাই যায়। ৫ ডিফেন্ডারে খেলা ঘানা শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলছিল। আর এর সুযোগ নিয়ে পর্তুগাল বল নিজেদের কাছেই রাখছিল। কিন্তু গোলের সুযোগ তৈরি হচ্ছিল না। ৩১ মিনিটে জিকুকে ফেলে দিয়ে ক্রিশ্চিয়ানা রোনাল্ডো গোল করলেও ফাউলের জন্য তা বাতিল হয়।
তবে দ্বিতীয়ার্ধে খেলাটা একেবারে অন্য আঙ্গিকে শুরু হয়। পর্তুগাল গোলের জন্য মরিয়া চেষ্টা করছিলই, পাশাপাশি ঘানাও রক্ষণাত্মক ফুটবল থেকে সরে এসে প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলে।
৬২ মিনিটে মহম্মদ সালিসু বক্সের মধ্যে ফাউল করেন রোনাল্ডোকে। আর পেনাল্টি স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি পর্তুগিজ অধিনায়ক। এই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে ৫টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন রোনাল্ডো।
তবে ঘানা হাল ছাড়েনি। ৭৩ মিনিটে মহম্মদ কুদুসের ক্রসে গোল করেন ঘানা অধিনায়ক আন্দ্রে আইয়ু। আর তারপর আন্দ্রে আইয়ুকে বসিয়ে দেন ঘানার হেড কোচ।
কিন্তু তারপরেই ঘটে বিপদ। ৭৮ মিনিটে ফের এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ঠিকানা লেখা পাসে গোল করেন জোয়াও ফেলিক্স। আর তার দুই মিনিট পরেই ফের ব্রুনোর পাসে দারুণভাবে অফসাইড ট্র্যাপকে পেরিয়ে গোল করেন পরিবর্ত হিসেবে নামা রাফায়েল লিয়াও।
কিন্তু নাটক তখনও বাকি ছিল। এক সাথে উঠে যান রোনাল্ডো, ফেলিক্স ও বার্নার্দো সিলভা। আর ঠিক তার পরে ৮৯ মিনিটে বাবা রহমানের ক্রসে গোল করেন পরিবর্ত হিসেবে নামা ওসমান বুখারি। রোনাল্ডোর সিউউ সেলিব্রেশন করেন গোলের পর।
এরপর নয় মিনিট ইঞ্জুরি টাইম দেওয়া হলে খেলা আরও উত্তেজক জায়গায় পৌঁছয়। ইঞ্জুরি টাইমের শেষ মুহুর্তে পর্তুগিজ গোলকিপার দিওগো কোস্টা যখন বক্সে বল রাখেন, তখন পিছনে সকলের অজ্ঞাত থাকা ইনাকি উইলিয়ামস বল ধরে গোল করতে যান। কিন্তু তা আর হয়নি। শেষ অবধি ম্যাচ জিতে নেউ পর্তুগাল।