ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল পর্তুগালের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই যুগের যে দুজন ফুটবলারকে দেখে মানুষের ফুটবলকে নতুন করে ভালোবাসা, অনুপ্রাণিত হওয়া, ভক্ত হওয়া তার মধ্যে একজন অবশ্যই পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্ভবত এই বিশ্বকাপেই শেষ বারের মতো তাকে দেখা যাবে ডিফেন্ডারদের কাটাতে, গোল করতে এবং তার ট্রেডমার্ক সেলিব্রেশন করতে।
ক্লাব ফুটবলে সবকিছু জয় করে নিলেও দেশের হয়ে বিশ্বকাপ ছোঁয়া এখনও অধরাই রয়ে গেছে সিআরসেভেন এর জন্য। এবং ২০২২ বিশ্বকাপে তার এই শেষ চেষ্টায় তাকে সঙ্গ দিতে প্রস্তুত বর্তমান বিশ্বের বেশ কিছু তারকা ফুটবলার।
সম্প্রতি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জন শ্রেষ্ঠ পর্তুগিজ ফুটবলারদের বেছে নিয়েছেন। দলে যেমন রয়েছেন উঠতি তরুণ প্রতিভা, তেমনই রয়েছেন দীর্ঘদিন বিশ্বকাঁপানো অভিজ্ঞ খেলোয়াড়েরা।
পর্তুগাল ২০২২ বিশ্বকাপে গ্রুপ 'এইচ'-এ রয়েছে। এই গ্রুপে রয়েছে উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়ার মতন শক্তিশালী দেশ। অনেকেই মনে করছেন এই বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ এটাই। তবে পর্তুগাল দলের গভীরতা এবং ভারসাম্য দেখে বলাই যায় তারা এই বিশ্বকাপ জয়ের প্রবল দাবীদার।
গোলকিপার- দিয়োগো কোস্টা, জোস সা, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার- জোয়াও ক্যান্সেলো, দিয়োগো দালত, পেপে, রুবেন ডিয়াস, ড্যানিলো পেরেইরা, অ্যান্টনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গুরেইরো
মিডফিল্ডার- ব্রুনো ফার্নান্ডেজ, বার্নারডো সিলভা, রুবেন নেভেস, উইলিয়াম কার্ভালহো, পালিনহা, ভিটিনহা, ওটাভিও, ম্যাথিউস নুনেস, জোয়াও মারিও
ফরোয়ার্ড- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, আন্দ্রে সিলভা, গন্সালো রামোস