২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা মহারণ সামলাবেন এই অভিজ্ঞ রেফারি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবং এই মহারণ পরিচালনা করার দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক।
এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্স উভয়ের ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মারচিনিয়াক। গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক এবং শেষ ষোলো পর্বে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সামলেছেন তিনি।
এবং ফাইনালে মারচিনিয়াকের পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন খোদ ইতালীয় কিংবদন্তী রেফারি পিয়েরলুইজি কোলিনা, যিনি এবারের বিশ্বকাপে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।
এবং এই দায়িত্ব পেতে মারচিনিয়াক হারিয়েছেন, মেক্সিকান রেফারি সিজার র্যামোস এবং ব্রাজিলিয়ান রেফারি ওয়াল্টার সাম্পাইও। পাশাপাশি ইংরেজ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরকে দায়িত্ব দেওয়া হয়নি।
এদিকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারচিনিয়াককে সাহায্য করবেন পোল্যান্ডের পাওয়েল সোকোলনিকি (সহকারী রেফারি ১), পোল্যান্ডের টোমাজ লিস্টকিউইচ (সহকারী রেফারি ২), মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাথ (চতুর্থ অফিশিয়াল), পোল্যান্ডের টোমাজ কুইয়াটোস্কি (ভিএআর রেফারি), ভেনেজুয়েলার জুয়ান সোটো (সহকারী ভিএআর), মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল অ্যাটকিন্স (অফসাইড ভিএআর) এবং মেক্সিকোর ফের্নান্ডো গুইরেরো (সাপোর্ট ভিএআর)।