এটিকে মোহনবাগানের ভাবনায় কেন নেই পোগবা? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পল পোগবার ভাই, ফ্রেঞ্চ লিগের দ্বিতীয় ডিভিশনেও খেলেছেন ৬০ এর বেশি ম্যাচ। ফ্লোরেন্টিন পোগবার এটিকে মোহনবাগান দলে আশার আগে থেকেই তাকে নিয়ে সবুজ মেরুণ সমর্থকদের মনে বিশাল আশা জেগেছিল। তবে নামের যত ভার, কাজে ততো ভার দেখা যায়নি এখনও পর্যন্ত।
ডুরান্ড কাপের সময়েই দেখা যায় ফ্লোরেন্টিন পোগবার ফিটনেস তলানিতে এসে ঠেকেছে। এর পর চোট আঘাতের ঘটনা হয়ে ওঠে তাঁর সঙ্গী। আইএসএলের ৫ ম্যাচ হয়ে গেলেও ফ্লোরেন্টিনকে দেখা যায়নি সবুজ মেরুণ রক্ষণের দায়িত্ব নিজের কাধে তুলে নিতে।
সম্প্রতি মেরিনার্সদের প্রধান শিক্ষক জুয়ান ফেরান্দো জানিয়েছেন চোটের কারণেই খেলছেন না পোগবা। তবে অন্দরমহলের খবর, পোগবা নিয়ে একদমই খুশি নয় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। আসন্ন জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে তাঁকে ছেড়ে দলে একজন ফরোয়ার্ড নেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে।
কি বলছেন ফেরান্দো দেখুন ভিডিও-