রোনাল্ডোকে কাছে পেয়ে কি করলেন তাঁর ভক্ত ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দেশের জার্সি গায়ে ইউরোর যোগ্যতা পর্বের ম্যাচ খেলার জন্য সৌদি আরব থেকে পর্তুগালে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষ ছিল বসনিয়া। এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। নিরাপত্তাবেষ্টনী পার করে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। পর্তুগালের পতাকা হাতে দৌড়ে তাঁর মাঠে ঢোকার সময় সবাই আন্দাজ করে নিয়েছিলেন কি হতে চলেছে। মাঠেই দাঁড়িয়ে মুচকি হাসছিলেন পর্তুগাল কিংবদন্তি।
সেই সমর্থক দৌড়ে তাঁর সামনে গিয়ে প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ করলেন। তারপর মাথাটা রোনাল্ডোর দুই পায়ের মাঝে মাটিতে রাখেন। ভালোবাসার সেই কুর্নিশেও মন ভরেনি ভক্তটির। এরপর রোনাল্ডোকে পাঁজা করে কোলেও তোলার চেষ্টা করেন তিনি। নিরাপত্তারক্ষীরা ধারেকাছে আসার আগেই রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ গোলের সেলিব্রেশনটা তাঁর সামনেই সেরে নিয়ে দৌড় দেন সেই ভক্ত। যেন বিশ্বজয় করেছেন। স্টেডিয়ামে তখন হাততালির শব্দ।
আরও পড়ুন: ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে লেবাননকে হারাতে এই একাদশে নামতে পারে ভারত
শেষ বাঁশি বাজার পর সেই উন্মাদ ভক্তেরও নিশ্চয়ই খুশি হওয়ার কথা। কারণ ২০২৪ ইউরো বাছাইপর্বে শনিবার রাতে বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তিন ম্যাচের সব কটি জিতে ‘G’ গ্রুপের শীর্ষে রোনাল্ডোর পর্তুগাল।