বিশ্বকাপটা আর্জেন্টিনাকে উপহারই দিয়ে দিতে পারে! বিস্ফোরক পেপে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরোক্কোর বিরুদ্ধে পরাজিত হয় পর্তুগাল। আর এই ম্যাচে রেফারি ও ম্যাচ আধিকারিকদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ ফুটবলাররা।
পর্তুগালের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেন আর্জেন্টাইন রেফারি নিয়োগ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। এই ম্যাচে রেফারিং করেছেন অভিজ্ঞ রেফারি ফাকুন্ডো টেলো।
ম্যাচের পর পেপে বলেছেন, "আমাদের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেওয়াই উচিত নয়। ফিফার উচিত খেতাবটা আর্জেন্টিনাকে দিয়ে দেওয়া। আমি বাজি ধরতে পারি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।"
এরপর লিওনেল মেসি ও আর্জেন্টিনার উদ্দেশ্যে আক্রমণ করেন পেপে। তিনি বলেছেন, "গত ম্যাচে যা হল, যেভাবে মেসি আর গোটা আর্জেন্টিনা দল কথা বলছিল এবং তারপর রেফারি এই ম্যাচ পরিচালনা করছেন। আমি বলছি না যে তিনি এখানে এসেছেন স্বার্থের জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা কি খেলেছি? আমাদের দ্বিতীয়ার্ধে খেলতে দেওয়া হয়নি।"
৪১ মিনিটে ইউসেফ এন-নেসেইরির গোলে এগিয়ে যায় মরোক্কো। এরপর পর্তুগাল একাধিক চেষ্টা করেও মরোক্কান রক্ষণে আটকে যায়। ম্যাচ শেষের ইঞ্জুরি টাইমে পেপের হেড অল্পের জন্য বাইরে যায়।