রেফারির বিরদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ব্যানের মুখে পেপে এবং ব্রুনো ফার্নান্ডেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে তারকা খচিত পর্তুগাল দল মরক্কোর কাছে এক গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। ম্যাচ শেষেই পর্তুগাল ডিফেন্ডার পেপে এবং এই বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার ব্রুনো ফার্নান্ডেজ রেফারিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত পর্তুগাল বনাম মরক্কো ম্যাচের রেফারি প্যানেলে ছিলেন আর্জেন্টাইন রেফারি। এবং আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে টিকে রয়েছে। এই ঘটনা থেকেই সৃষ্টি হয় বিতর্কের।
আর্জেন্টাইন রেফারি ফাকুন্দ টেল্লোর পর্তুগাল ম্যাচ পরিচালনা নিয়ে পর্তুগাল কিংবদন্তি পেপে ম্যাচ শেষে নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, "আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা দিয়ে দিলেই পারে।"
পেপের কথার সাথে তাল মিলিয়ে ব্রুন ফার্নান্ডেজ জানিয়েছিলেন, "আমি জানিনা তারা (ফিফা) ট্রফিটি আর্জেন্টিনাকে ট্রফি দিতে চাইছেন কি না?" এর সাথে তিনি যোগ করেন, "আমার কিছু যায় আসেনা, আমি যা মনে করছি তাই বলব। এটি খুবই অদ্ভুত ব্যাপার যে, যে দেশ এখনও টুর্নামেন্টে রয়েছে সেই দেশের রেফারি কি করে ম্যাচ পরিচালনা করেন? এটি স্পষ্ট মাঠে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গেছে।"
তবে শুধু পর্তুগালের খেলোয়াড়রাই নন সম্প্রতি আর্জেন্টিনার নায়ক মেসি এবং গোলরক্ষক মার্টিনেজও রেফারির বিরুদ্ধে নিজেদের রাগ প্রকাশ করেছেন।
পেপে এবং ব্রুনোর এমন বক্তব্যের কারণে আন্তর্জাতিক ফুটবল, থেকে এই দুই তারকা ফুটবলার ফিফা দ্বারা নিষেধাজ্ঞা পেতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। এমনকি আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজও পেতে পারেন বড় শাস্তি।